পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে Logo র‍্যাবের ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার Logo বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত Logo এবার লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একজন আটক Logo যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত Logo নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন Logo লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে Logo বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেল স্টেশনে রেলপথ অবরোধ Logo লালমনিরহাটে বিএনপি নেতার ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন Logo বাউরা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেমরায় অবৈধ ওষুধ কারাখানার আবিস্কার ॥ ৩ জনের কারাদন্ড

ইয়াবামোঃ নূর আলম ভূইয়া: ডেমরায় গরু মোটাতাজাকরণের অবৈধ ওষুধ তৈরির কারখানা আবিস্কার করেছে র‌্যাবের ভ্রান্মমান আদালত। এসময়ে লাইফ এগ্রোভেট বাংলাদেশ লিমিেিটড নামে কারখানার ব্যাবস্থাপনা পরিচালক ডা.আব্দুস সামাদ সহ ৩ জনকে ৪ লাখ টাকা জরিমানা অনাদয়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। রোববার সকালে ডেমরার দক্ষিন মাতুয়াইলের ৭ নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহি ম্যাজিট্রেট এএইচএম আনোয়ার পাশা।
এ সময়ে অনুমোদনহীন ৫ ধরনের ইনজেকশন সহ বিপুল পরিমান ওষুধ ও ওষুধ তৈরির উপকরন জব্দ করে তা ধ্বংস করা হয় এবং ওষুধ কারখানা সিলগালা করে দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন,কারখানার ব্যাবস্থাপনা পরিচালক ডা.আব্দুস সামাদ মিয়া,কারিগর এমকে মিজান ও আমিনুল ইসলাম। মেজিট্রেট আনোয়ার পাশা জানান,আসন্ন কুরবানীল ঈদকে সামনে রেখে কিছু অসাধু চক্র গরু মোটাতাজাকরনের ভেজাল ও অবৈধ ওষুধ উৎপাদন করতে শুরু করেছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার সকালে ডেমরার মাতুয়াইলে লাইফ এগ্রোভেট বাংলাদেশ লিমিেিটড নামে কারখানায় অভিযান চালানো হয়। ডিজি লাইফ,বুষ্টার লাইফ ভিটা,হ্যামোজন,ডারমা স্প্রে,টলমিক,এলডি-পোস এবং মাল্টিবোট পোট নামে গরু মোটাতাজাকরনের বিপুল পরিমান ওষুধ ও ইনজেকশন পাওয়া গিয়েছে। এসব ওসুধ ব্যাবহারের ফলে গবাদী পশুর মাংস দূশিত হওয়ার আশংকা রয়েছে। ডা.আব্দুস সামাদ স্বীকার করেছেন এই ইনজেকশন গুলো দেশে বিক্রর কোনো বৈধ অনুমোতি নেই। ওষুধ প্রশাসনের অনুমোতি ছাড়াই এসব ওষুধ তৈরি করা হচ্ছে। তিনি আরও জানান,কারখানার মালিক তিনি সহ আরও ১৫ জন এরা সাবাই পশু চিকিৎসক এদের বেশ কয়েকজন সরকারী চাকরী ও করছেন। এসব সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দয়েরের নির্দেশ দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

ডেমরায় অবৈধ ওষুধ কারাখানার আবিস্কার ॥ ৩ জনের কারাদন্ড

আপডেট টাইম : ০৩:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০১৪

ইয়াবামোঃ নূর আলম ভূইয়া: ডেমরায় গরু মোটাতাজাকরণের অবৈধ ওষুধ তৈরির কারখানা আবিস্কার করেছে র‌্যাবের ভ্রান্মমান আদালত। এসময়ে লাইফ এগ্রোভেট বাংলাদেশ লিমিেিটড নামে কারখানার ব্যাবস্থাপনা পরিচালক ডা.আব্দুস সামাদ সহ ৩ জনকে ৪ লাখ টাকা জরিমানা অনাদয়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। রোববার সকালে ডেমরার দক্ষিন মাতুয়াইলের ৭ নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহি ম্যাজিট্রেট এএইচএম আনোয়ার পাশা।
এ সময়ে অনুমোদনহীন ৫ ধরনের ইনজেকশন সহ বিপুল পরিমান ওষুধ ও ওষুধ তৈরির উপকরন জব্দ করে তা ধ্বংস করা হয় এবং ওষুধ কারখানা সিলগালা করে দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন,কারখানার ব্যাবস্থাপনা পরিচালক ডা.আব্দুস সামাদ মিয়া,কারিগর এমকে মিজান ও আমিনুল ইসলাম। মেজিট্রেট আনোয়ার পাশা জানান,আসন্ন কুরবানীল ঈদকে সামনে রেখে কিছু অসাধু চক্র গরু মোটাতাজাকরনের ভেজাল ও অবৈধ ওষুধ উৎপাদন করতে শুরু করেছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার সকালে ডেমরার মাতুয়াইলে লাইফ এগ্রোভেট বাংলাদেশ লিমিেিটড নামে কারখানায় অভিযান চালানো হয়। ডিজি লাইফ,বুষ্টার লাইফ ভিটা,হ্যামোজন,ডারমা স্প্রে,টলমিক,এলডি-পোস এবং মাল্টিবোট পোট নামে গরু মোটাতাজাকরনের বিপুল পরিমান ওষুধ ও ইনজেকশন পাওয়া গিয়েছে। এসব ওসুধ ব্যাবহারের ফলে গবাদী পশুর মাংস দূশিত হওয়ার আশংকা রয়েছে। ডা.আব্দুস সামাদ স্বীকার করেছেন এই ইনজেকশন গুলো দেশে বিক্রর কোনো বৈধ অনুমোতি নেই। ওষুধ প্রশাসনের অনুমোতি ছাড়াই এসব ওষুধ তৈরি করা হচ্ছে। তিনি আরও জানান,কারখানার মালিক তিনি সহ আরও ১৫ জন এরা সাবাই পশু চিকিৎসক এদের বেশ কয়েকজন সরকারী চাকরী ও করছেন। এসব সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দয়েরের নির্দেশ দেয়া হয়েছে।