ঢাকা: সংসদে তিন পার্বত্য জেলা পরিষদ সম্পর্কিত তিনটি সংশোধন বিল পাস হয়েছে। রোববার পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং তিনটি বিল উত্থাপন করলে সেগুলো কণ্ঠভোটে পাস হয়। কয়েকজন সংসদ সদস্য সংশোধনী ও জনমত যাচাইয়ের প্রস্তাব দিলে সেগুলো নাকচ হয়ে যায়।
বিলগুলো হলো ‘বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’, ‘রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’ ও ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিলে ১৪ সদস্যের পরিষদে উপজাতি থেকে চেয়ারম্যান ছাড়া বাকি ১৩ সদস্যের মধ্যে চাকমা প্রতিনিধি চারজন, মারমা দুজন, খেয়াং, লুসাই ও পাংখোয়া একজন, ত্রিপুরা একজন, তঞ্চঙ্গ্যা একজন, অ-উপজাতি তিনজন, অ-উপজাতি মনোনীত মহিলা সদস্য একজন ও উপজাতি মনোনীত একজন মহিলা সদস্য রাখার বিধান করা হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিলে ১৪ সদস্যের পরিষদে উপজাতি থেকে চেয়ারম্যান ছাড়া বাকি ১৩ সদস্যের মধ্যে মারমা তিনজন, তঞ্চঙ্গ্যা ও চাকমা একজন, ম্রো (মুরাং)একজন, ত্রিপুরা একজন, চাক, খিয়াং ও খুমী একজন, বম, লুসাই ও পাংখোয়া একজন, অ-উপজাতি তিনজন, অ-উপজাতি মনোনীত মহিলা সদস্য একজন এবং উপজাতি মনোনীত মহিলা সদস্য একজন রাখার বিধান করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিলে ১৪ সদস্যের পরিষদে উপজাতি থেকে চেয়ারম্যান ছাড়া বাকি ১৩ সদস্যের মধ্যে চাকমা তিনজন, মারমা তিনজন, ত্রিপুরা তিনজন ও অ-উপজাতি তিনজন, অ-উপজাতি মনোনীত মহিলা সদস্য একজন এবং উপজাতি মনোনীত মহিলা সদস্য একজন রাখার বিধান করা হয়েছে।
একটি বিল উত্থাপন: এদিকে সংসদে ‘সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন, ২০১ ‘ নামে একটি বিল উত্থাপন করা হয়েছে। অফিসিয়াল ভেহিকেলস (রেগুলেশন অব ইউজ) অর্ডিন্যান্স, ১৯৮৬ কে পরিমার্জিত রূপে আইনে রূপ দেয়ার জন্যই নতুন এই বিলটি আনা হয়। বিলে সরকারি কর্মচারী কর্তৃক সরকারি যানবাহনের অপব্যবহার রোধকল্পে প্রয়োজনীয় বিধি প্রণয়ণের ক্ষমতা প্রদানের বিধান রাখা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান