বগুড়া : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’র (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বগুড়া শহরের একটি কোচিং সেন্টার থেকে ৪ জনকে আটক করেছে ।
রোববার রাত সাড়ে ৭ টার দিকে শহরের জলেশ্বরীতলা মোহনা কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- শহরের কৈগাড়ী এলাকার হাফিজার রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৩), নারুলি এলাকার মৃত আব্দুর সামাদের ছেলে গোলাম সারোয়ার (৪০), জলেশ্বরীতলা এলাকার নজরুল ইসলামের ছেলে শাহিন কাজী (৩২) ও বৃন্দাবনপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩৪)।
পুলিশ জানায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহীমের নেতৃত্বে সদর থানার এসআই শাকিবুল গোপন সংবাদের ভিত্তিতে জলেশ্বরীতলার কালিবাড়ী মোড়ে মোহনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে তাদের আটক করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান