চাঁদপুর : জাতীয় পরিচয়পত্রের ষ্মাটকার্ড নিলক্ষেত থেকে তৈরী করা যাবে না। সেভাবেই আমাদের কাজ এগিয়ে চলেছে। এই কার্ড তৈরীতে নিরাপত্তার বারকোডটি এমনভাবে করা হচ্ছে যা নকল করা অসম্ভব হয়ে পড়বে।
রোববার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০১৪ কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জাবেদ আলী
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
নির্বাচন কমিশনার আরো বলেন, স্থানীয় অনেক জনপ্রতিনিধি বয়স বাড়িয়ে জন্মনিবন্ধন করেন। আর সেই নিবন্ধন দেখে ভোটার তালিকা তৈরী হচ্ছে। বয়স প্রমাণে প্রয়োজনে কমিশন ডিএনএ টেষ্ট করাবে। আবার অনেকেই বয়স লুকিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরী করছে। তার জন্য আমরা এই ব্যবস্থা করতে পারি।
কমিশনার বলেন, ১৫ বছর মেয়াদে প্রতিটি জাতীয় পরিচয়পত্র দেয়া হয়েছে। যেহেতু বাড়ির জমির দলিল সংরক্ষণ করা সম্ভব হয়। তাহলে পরিচয়পত্রকেও সংরক্ষণ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: রশিদ মজুমদার. জেলা নির্বাচন কমিশনার আতাউর রহমান, উপজেলা নির্বাচন কমিশনার হুমায়ুন কবির প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান