রাজশাহী : বিসিএস পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিবির।
রোববার সকালে মহানগর শিবির এ কর্মসূচি পালন করে।
সকাল ৮টার দিকে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন মহানগর শিবির সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম। মিছিলটি ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিবির সভাপতি বলেন, গোটা ছাত্রসমাজের ভবিষ্যতকে উপেক্ষা করে শুধু ছাত্রলীগের ব্যপারে এইচটি ইমামের এ অবিবেচনা প্রসূত বক্তব্য চরম ধৃষ্টতা ছাড়া কিছু নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে তার এমন বক্তব্য ছাত্রসমাজসহ দেশবাসীকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। ছাত্রলীগ নয় বিসিএস-সহ সকল ধরনের নিয়োগ প্রক্রিয়ায় মেধার মূল্যায়ন দাবি করেন তিনি। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টি করে জ্ঞান চর্চার পরিবেশে বিঘœ সৃষ্টি করছে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান