ঝালকাঠি: ঝালকাঠি জেলায় হরকাতুল জেহাদের (হুজি) ৯ জন জঙ্গির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে করা দুইটি মামলায় অভিযোগ গঠন করেছে দায়রা জজ আদালত।
রোববার জেলা ও দায়রা জজ এস এম সোলায়মানের অভিযোগ গঠনের পর আগামী ৭ ফেব্রুয়ারি সাক্ষীর জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, ১৮৭৮ সালের অস্ত্রআইনের ১৯ (ঙ) ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ধারায় এ অভিযোগ গঠন করা হয়। তবে সরকারি কৌসুলি আব্দুল মান্নান রসুল আদালতে অভিযুক্তদের অভিযোগ পড়ে শোনালে তারা নিজেদের নির্দোষ বলে দাবি করেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলো- নীলফামারী জেলার আবুল বাসার মৃধা ও আব্দুল আজিজ, মাদারিপুর জেলার রাজৈর উপজেলার মিনহাজুল আবেদীন, গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলার সিরাজুল ইসলাম, ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের মশিউর রহমান, মালুহার গ্রামের নূরুল ইসলাম ও বাকি বিল্লাহ, হারদল গ্রামের সোহাগ হাওলাদার ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের মো. জোবায়ের।
আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট হুমায়ুন কবীর বাবুল ও নাসিমুল হাসান।
উল্লেখ্য, গত বছরের ১৪ আগস্ট রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার পশ্চিমকামদেবপুর গ্রামের খাদেমুল ইসলাম কাওমিয়া মাদরাসা সংলগ্ন মসজিদ থেকে উল্লেখিত নয়জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ। মসজিদ থেকে উদ্ধার করা হয় একটি গ্রেনেড, চারটি রামদা ও বেশ কিছু ইসলামি বই। নলছিটি থানা পুলিশ অস্ত্র, বিস্ফোরক ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৯(১)(২)(৩) ধারায় মোট তিনটি মামলা দায়ের করে এই নয়জনের বিরুদ্ধে। সন্ত্রাসবিরোধী আইনের মামলাটি অভিযোগ গঠনের অপেক্ষায় রয়েছে। পুলিশ গত বছরের ২৫ সেপ্টেম্বর তিনটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান