ঢাকা : ভবিষ্যতে নৌকার মাঝি কে হবেন তা নিয়ে আওয়ামী লীগ নেতারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তারেক রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ‘তারেক রহমানের ভাবনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, এখন অওয়ামী লীগকে দেশের মানুষ নোংরা ময়লার চেয়েও বেশি ঘৃণা করে। তাদের কোনো নীতি-আদর্শ নেই। কীভাবে তারেক রহমানকে ছোট করে জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যতকে ধ্বংস করা যায় তারা এখন সেই চেষ্টায় লিপ্ত রয়েছে। তবুও তাদেরকে ধন্যবাদ দিচ্ছি- কারণ, তাদের এই তিরস্কার তারেক রহমানকে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভে সহযোগিতা করেছে।
তারেক রহমানের ৫০ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় গয়েশ্বর আরো বলেন, তারেক রহমানের এবারের জন্মদিনটি বেশ উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে। শুধু রাজধানীতে নয়, গ্রাম-গঞ্জেও এবারের জন্মদিনটি আলাদা বৈশিষ্ট্য পেয়েছে। এর কারণ জনগণ বুঝতে পেরেছে, সেদিন আর দুরে নয়, যেদিন তারেক রহমান বীরদর্পে বাংলার মাটিতে পদার্পণ করবেন।
তিনি বলেন, বাংলার মানুষ অনেক দিন তারেককে দেখছে না। কিন্তু তাদের মনের মধ্যে, তাদের চোখের সামনে সবসময় তারেক রহমানের ছবি ভেসে থাকে। এই স্বৈরাচারী সরকার যতোই চেষ্টা করুক সেখান থেকে তাকে কখনো সরিয়ে ফেলা যাবে না।
আয়োজক সংগঠনের সভাপতি সাবিনা ইয়াসমিন লিপির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন প্রমুখ।