নাটোর: নাটোরে পিএসসি ও এবতেদায়ী পরীক্ষার প্রথমদিনেই অনুপস্থিত ছিল ১১২৭ জন পরীক্ষার্থী। জেলা প্রাথমিক শিক্ষা অফিস তথ্যটি নিশ্চিত করেছে।
রোববার সকালে সারাদেশের মতো নাটোরের ৭৬ টি কেন্দ্রেও একযোগে পাবলিক পরীক্ষায় অংশ নেয় ক্ষুদে পরীক্ষার্থীরা।
এবার জেলায় পিএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২৯,৫৭৫ জন। তবে পরীক্ষার প্রথমদিনেই অনুপস্থিত ছিল ৮১৮ জন।
অপরদিকে এবতেদায়ী পরীক্ষার্থী ছিল ২,৪৫৩ জন যার মধ্যে অনুপস্থিত রয়েছে ৩০৯ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ক’টি পরীক্ষা কেন্দ্রে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা নাফিসা বেগম জানান, জেলায় মোট ৩২,০২৮ জন পিএসসি ও এবতেদায়ী পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। তবে পরীক্ষা আরম্ভ হওয়ার পর দেখা গেছে, ১১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিত থাকার কারণ খতিয়ে দেখা হবে।