জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলের ৪ ছাত্রলীগ (বহিষ্কৃত) নেতাকর্মী প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন।
রোববার বিকেল পৌনে চারটার দিকে প্রধান ফটকের (ডেইরিগেট) পাশের মার্কেটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন; ৪১ ব্যাচের শান্ত কুমার নাথ, এখতেখায়রুজ্জামান সঞ্চয়, কিশোর দাস ও ৪২ ব্যাচের আদেল আল নোমান।
প্রসঙ্গত, এর আগে ২১ আগস্ট ভোররাতে মওলানা ভাসানী হলে ছাত্রলীগের প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় ২৫ অক্টোবর রাতে সিন্ডিকেটে সঞ্চয় ও কিশোরকে আর্থিক জরিমানা ও আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া শান্তকে (৬ মাস) নোমানকেও (২ বছর) বহিষ্কার করা হয়। প্রত্যেককে ক্যাম্পাসে অবাঞ্ছিতও ঘোষণা করে।
এদিকে জাবি ছাত্রলীগের এক নেতা জানান, ২১ আগস্টের হামলার ঘটনার প্রতিশোধ স্বরুপ হলে অবস্থানকারী (হুমায়ুন গ্রুপ) গ্রুপে জুনিয়র কর্মীরা হামলা করতে পারে। হামলাকারীরা ভাসানী হলে অবস্থানকারী জুনিয়র কর্মী বলে আহতরা জানিয়েছেন।
তবে হলে অবস্থানকারী জাবি শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর বলেন, ক্যাম্পাসে তারা (৪ জন) অবাঞ্ছিত। কে বা কারা হামলা করেছে আমার জানা নেই। হামলাকারীরা আমার হলের কেউ না।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৪ ছাত্রলীগ নেতাকর্মী প্রধান ফটকের পাশের মার্কেটের চায়ের দোকানে বসে ছিল । এমন সময় ৮-১০ জনের একটি গ্রুপ ক্রিকেট ব্যাট ও ঝাড়ু নিয়ে তাদের উপর হামলা করে। হামলায় আহত চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী জানান, পাশের চায়ের দোকানে বসে ছিল একজন। কয়েকজন এসে ওই ছেলেসহ আরো তিনজনের উপর ক্রিকেট ব্যাট ও ঝাড়ু, স্ট্যাম্প দিয়ে হামলা করে। আমি সেখানে গেলে হামলাকারীরা চলে যায়।
এনামে অবস্থানরত প্রক্টর অধ্যাপক তপন কুমার বলেন, হামলার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। হামলায় শান্তর হাত ভেঙ্গে গেছে বলেও তিনি জানান।
জাবি ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, ক্যাম্পাসে প্রবেশ না করলেও তাদের উপর হামলা করা হয়েছে। এ হামলার ঘটনা প্রশাসনকে জানানো হয়েছে।
এসময় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।
উল্লেখ্য, মওলানা ভাসানী হলে ২১ আগস্ট মধ্যরাতে জাবি শাখা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক নুরনবী গ্রুপের হামলায় অপর সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ তার গ্রুপের ১২ জন গুরুতর আহত হন।
রোববারের ঘটনায় আহত চারজন ২১ আগস্ট হামলায় জড়িত ছিল। ২১ আগস্টের হামলার প্রতিশোধ স্বরুপ আজ তাদের উপর হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান