মানিকগঞ্জ : মানিকগঞ্জে এক যুবলীগ নেতার পদ সাময়িক স্থগিতের প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ মিছিলে হামলা করেছে যুবলীগের একটি গ্রুপ। এতে কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়।
রোববার দুপুর ১ টার দিকে জেলা যুবলীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষারের পদ সাময়িক স্থগিতের প্রতিবাদে তার সমর্থকরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় প্রতিপক্ষ গ্রুপের নেতা-কর্মীরা তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে মিছিল প- করে দেয়। এতে অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছে। এক পর্যায়ে সহ-সভাপতি আবুবকর সিদ্দিক খান তুষারের গ্রুপের নেতা-কর্মীরা পুনরায় লাঠি সোটা নিয়ে রাস্তায় বেরিয়ে আসলে শহরে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর এক জরুরি সভায় জেলা যুবলীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষারকে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ আনা হয় এবং তার পদ সাময়িক স্থগিত করে জেলা কমিটি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান