পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

সপ্তাহের রাশিফল (২৩ নভেম্বর- ২৯ নভেম্বর ২০১৪)

মেষ: ব্যবসা সূত্রে অপ্রত্যাশিত আর্থিক উন্নতির সম্ভাবনা। বন্ধুর সঙ্গে বিবাদে মুখ দেখাদেখি বন্ধ। মস্তিষ্কপীড়ার প্রকোপে কর্মপরিকল্পনায় ব্যাঘাত। সপ্তাহের আদ্যভাগে হঠকারী সিদ্ধান্তে বিপত্তির আশঙ্কা, কর্মপ্রতিভার বিকাশ, বদলির সম্ভাবনায় মানসিক চাপ। মধ্যভাগে বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ মিলতে পারে, বাড়ি সংস্কার ও নবনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। অন্তভাগে প্রেমপ্রণয় ঘিরে ভুল বোঝাবুঝির অবসান, পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। মেষ লগ্নে জাত ব্যক্তির গুরুজনের সঙ্গে মতবিরোধে মানসিক ক্লেশ। ব্যবসায় বাড়তি বিনিয়োগ আপাতত রাশ টানা দরকার। সপরিবার মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা।

বৃষ: একাধিক সূত্রে আয় বৃদ্ধি। বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা। পড়শিদের চক্রান্তে দাম্পত্য কলহ। জীবাণু সংক্রমণে ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগে ভোগান্তি। সপ্তাহের আদ্যভাগে চুরি বা পকেটমারির জন্য অর্থক্ষতি। জমিজমা ক্রয়বিক্রয় ঘিরে আইনি জটিলতা। মধ্যভাগে সচেতনতার অভাবে বিপদে পড়ার আশঙ্কা, উত্তরাধিকার সূত্রে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। অন্তভাগে মহৎ কাজে অর্থ ব্যয়, পারিপার্শ্বিক কারণে মানসিক অবসাদ ও কাজকর্মে বাধা। বৃষ লগ্নে জাত ব্যক্তির মধুর বাক্য ও সংযত আচরণের জন্য পরিচিত মহলে খ্যাতি বৃদ্ধি। পারিবারিক শুভ কাজ ত্বরান্বিত হতে পারে। আয়-ব্যয়ের মধ্যে সমতার অভাবে ঋণ পরিশোধের পরিকল্পনা হোঁচট খেতে পারে।

মিথুন: ব্যবসায় বাড়তি বিনিয়োগে আশানুরূপ সাফল্য না-পাওয়ায় হতাশা বাড়বে। রক্তে শর্করা বৃদ্ধিতে নানান শারীরিক সমস্যা। সপ্তাহের আদ্যভাগে বন্ধুর সাহায্যে ও সাহচর্যে পারিবারিক সঙ্কটের মোকাবিলা, গুরুজনের রোগব্যাধিতে দুশ্চিন্তা ও চিকিৎসায় বহু ব্যয়। মধ্যভাগে অস্থিরতার জন্য কর্ম পরিকল্পনায় বাধা ও বিলম্ব, মনোরম স্থানে সবান্ধব ভ্রমণের পরিকল্পনা। অন্তভাগে স্বজনের বিরূপ আচরণে মনঃকষ্ট, সৎকর্মে আগ্রহের কারণে ব্যয় বৃদ্ধি। মিথুন লগ্নে জাত ব্যক্তির বাধাবিপত্তির মধ্য দিয়ে অর্থসম্পত্তি লাভের সম্ভাবনা। প্রিয় বন্ধুর অন্য মুখ দেখে হতাশা বাড়বে। স্বনিযুক্তি প্রকল্পে সাফল্য। জীবাণু সংক্রমণ ও জ্বরাদি পীড়ায় দুর্ভোগ।

কর্কট: স্বজনদের শত্রুতায় জীবন অতিষ্ঠ হয়ে উঠতে পারে। বাসস্থান পরিবর্তনের চিন্তায় আশার আলো। বিতর্কবিবাদ ও পুলিশি ঝামেলায় অযথা হয়রানি ও কাজে বাধা। কর্মগত পরিবর্তন ও দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা। সপ্তাহের আদ্যভাগে সৃষ্টিশীল কাজে সাফল্য, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। মধ্যভাগে নৃত্যনাটকাদি চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তি, অপ্রীতিকর সত্য কথায় শত্রু বৃদ্ধির ঝুঁকি না-নেয়াই ভালো। অন্তভাগে রক্ষণশীল মনোবৃত্তি আঁকড়ে থাকায় আত্মীয়দের সঙ্গে মনান্তর, শান্তির সন্ধানে আধ্যাত্মিক মনন। কর্কট লগ্নে জাত ব্যক্তির শেয়ারে বাড়তি বিনিয়োগের শুভ সময়। দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। হাড়ের সমস্যায় চলাফেরায় অসুবিধা।

সিংহ: কর্মস্থলে হঠকারী সিদ্ধান্তে সমূহ ক্ষতির আশঙ্কা। কূটবুদ্ধি জ্ঞাতির উস্কানিতে পারিবারিক শান্তি ব্যাহত। শ্বশুরকুল সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। ললিতকলার অনুশীলনে কৃতিত্বের বিশেষ স্বীকৃতি। সপ্তাহের আদ্যভাগে বিকল্প পথে বাড়তি উপার্জনের সুযোগ হতে পারে, লেখাপড়ায় সন্তানের অমনোযোগ চিন্তা বাড়াবে। মধ্যভাগে বন্ধুর সহায়তায় সংসারে ভুল বোঝাবুঝির অবসান, সবান্ধব ভ্রমণের পরিকল্পনা। অন্তভাগে বিকল্প কর্মসংস্থানে আশার আলো, গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে উদ্বেগ ও বহু ব্যয়ে নাজেহাল। সিংহ লগ্নে জাত ব্যক্তির নিয়ন্ত্রণহীন ভাবাবেগ বিপত্তি ডেকে আনতে পারে। সামাজিক ক্ষেত্রে প্রভাব-প্রতিপত্তি বাড়বে। অতিরিক্ত সরলতার জন্য পারিবারিক ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা।

কন্যা: বাড়তি উপার্জনের ছোটখাটো ব্যবসার পরিকল্পনা সফল হতে পারে। মাতৃস্থানীয়া কোনও আত্মীয়ার আচরণে পারিবারিক সমস্যা বৃদ্ধি। নৃত্যগীতাদি চারুকলার অনুশীলনে কৃতিত্ব। সপ্তাহের আদ্যভাগে কর্মে সংস্থাগত পরিবর্তনের যোগ, অপ্রাপ্তির হতাশায় নিত্যকর্তব্যে অমনোযোগ সমস্যা ডেকে আনতে পারে। মধ্যভাগে বন্ধুর সহায়তায় শত্রুর মোকাবিলা, রক্তচাপের অস্বাভাবিক হ্রাস বৃদ্ধিতে নানান শারীরিক জটিলতা। অন্তভাগে দীর্ঘলালিত কোনো আশা পূরণ হতে পারে, বকেয়া টাকা ফেরত পেতে পারেন। কন্যা লগ্নে জাত ব্যক্তির ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ সময়। কল্যাণকাজে শ্রম ও অর্থদান। জমিজমা ক্রয়বিক্রয় নিয়ে জ্ঞাতি বা পড়শিদের সঙ্গে বিরোধ।

তুলা: কর্মে বহু ব্যস্ততা সত্ত্বেও কষ্টসাধ্য উপার্জন। গুরুজনের পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান। আলসার বা টিউমার জাতীয় সমস্যায় ভোগান্তি। সপ্তাহের আদ্যভাগে প্রিয়বন্ধুর প্রতারণায় আর্থিক ক্ষতির তুলনায় মানসিক আঘাত বেশি হতে পারে। গৃহসংস্কার ও নবনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। মধ্যভাগে চুরি-ছিনতাইয়ে দ্রব্যার্থের ক্ষতির আশঙ্কা, চিত্রপরিচালক ও কলাকুশলীদের শুভ সময়। অন্তভাগে অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা। তুলা লগ্নে জাত ব্যক্তির কল্যাণকাজে শ্রম ও অর্থদানে সামাজিক প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি। প্রেমপ্রণয়ের জটিলতায় হতাশা বাড়বে।

বৃশ্চিক: অন্যমনস্কতা ও পরিকল্পনার ভুলের জন্য কর্মক্ষেত্রে অশান্তি বাড়তে পারে। প্রেম-প্রণয়ের জটিলতার অবসান। সম্পত্তি-বিবাদে আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ সম্পর্কচ্ছেদ পর্যন্ত গড়ানোর আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে সৃষ্টিশীল কাজের স্বীকৃতি, আগুন থেকে বিপদের আশঙ্কা। গুণী ব্যক্তির সান্নিধ্যে মানসিক শান্তি। মধ্যভাগে নতুন কাজের সুবাদে উপার্জন বৃদ্ধির সুযোগ, শল্যচিকিৎসকদের শুভ সময়। অন্তভাগে কল্যাণমূলক কাজের সূত্রে সমাজে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি, বহুমূত্র রোগের প্রকোপ বাড়বে। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির সাহিত্য ও সঙ্গীতের অনুশীলনে ব্যুৎপত্তি। দুঃসাহসিক কাজ থেকে বিরত থাকাই সমীচীন। খ্যাতি-প্রতিপত্তিতে অনাসক্তি মানসিক শক্তি বাড়াবে।

ধনু: দুষ্ট সহকর্মীর দূরভিসন্ধির জন্য কর্মে জটিলতা ও অশান্তি বৃদ্ধি। মন ও বুদ্ধির অস্থিরতায় নতুন পরিকল্পনায় বাধা। বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিবাদ। সপ্তাহের আদ্যভাগে বিলাসিতার জন্য অপব্যয় ও সঞ্চয় বৃদ্ধিতে বাধা, উদারতার প্রতিদানে অপদস্থ হতে পারেন। মধ্যভাগে বুদ্ধিমত্তার জোরে শত্রুর মোকাবিলা। অন্তভাগে উচ্চশিক্ষার বিলম্বিত সুযোগ, পারিবারিক দায়িত্ব পালনে অতিরিক্ত ব্যয়। ধনু লগ্নে জাত ব্যক্তির বহুমুখী প্রতিভার স্বীকৃতির যোগ। আত্মীয়স্বজনের উস্কানিতে দাম্পত্য অশান্তি। কাছেপিঠে ভ্রমণের পরিকল্পনা।

মকর: কর্মকুশলতার জন্য উচ্চপদস্থ ব্যক্তির প্রশংসা লাভ ও কর্মোন্নতির সম্ভাবনা। দেরিতে হলেও ন্যায্য পাওনা মিলবে। দার্শনিক চিন্তাভাবনা প্রাত্যহিক দুঃখকষ্ট লাঘব করতে পারে। সপ্তাহের আদ্যভাগে কাব্যগীত চর্চায় অগ্রগতি, আলসারের প্রকোপ বৃদ্ধিতে কাজকর্মে বাধা। মধ্যভাগে সামাজিক অনুষ্ঠানে সমাজবিরোধীদের দৌরাত্ম্য ঠেকিয়ে প্রশংসা লাভ, উচ্চশিক্ষা বা গবেষণায় হঠাৎ বাধা। অন্তভাগে দীর্ঘদিনের কোনো আশা পূরণ হতে পারে, মাতৃকুল সূত্রে অর্থ বা সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। মকর লগ্নে জাত ব্যক্তির পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ বাড়বে। কর্মক্ষেত্রে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি।

কুম্ভ: আলস্য বা উদাসীনতায় কার্যোদ্ধারে বিলম্ব। দুর্ঘটনায় দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে। বিকল্প পথে বাড়তি উপার্জনের সম্ভাবনা। ললিতকলার অনুশীলনে কৃতিত্ব। সপ্তাহের আদ্যভাগে স্বজনদের শত্রুতায় গৃহপরিবেশে ব্যাপক অশান্তি, হঠাৎ স্বাস্থ্যের অবনতিতে কাজকর্ম ব্যাহত। মধ্যভাগে কর্মক্ষেত্রে কৃতিত্বের বিশেষ স্বীকৃতির যোগ, প্রিয়জনের বিয়ের ব্যাপারে সফল আলাপ-আলোচনা। অন্তভাগে আবেগের বশে নেয়া হঠকারী সিদ্ধান্তে বিপদের আশঙ্কা। কুম্ভ লগ্নে জাত ব্যক্তির অতিরিক্ত ক্রোধ কর্মস্থলে বিপত্তি ডেকে আনতে পারে। সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে মনোমালিন্য।

মীন: কল্যাণ কাজে খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি। উদ্যম ও অধ্যবসায়ে কর্মে উন্নতি। লিম্নাঙ্গের পীড়ায় ক্লেশ। প্রিয়বন্ধুর প্রতারণায় আর্থিক ক্ষতির তুলনায় মানসিক আঘাত বেশি হতে পারে। সপ্তাহের আদ্যভাগে বাহন ক্রয়ের উদ্যোগে আকস্মিক বাধা, সন্তানের লেখাপড়ায় আগ্রহ ও উন্নতিতে উদ্বেগের অবসান। মধ্যভাগে শত্রুর মোকাবিলা করে কর্মক্ষেত্রে অগ্রগতি, লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ। অন্তভাগে প্রিয়জনের বিয়ের ব্যাপারে প্রাথমিক আলাপ-আলোচনা, রক্তচাপের আধিক্যে নানা ধরনের শারীরিক জটিলতা। মীন লগ্নে জাত ব্যক্তির উদারতা দেখাতে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা। নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেয়া উচিত।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

সপ্তাহের রাশিফল (২৩ নভেম্বর- ২৯ নভেম্বর ২০১৪)

আপডেট টাইম : ০৩:১৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০১৪

মেষ: ব্যবসা সূত্রে অপ্রত্যাশিত আর্থিক উন্নতির সম্ভাবনা। বন্ধুর সঙ্গে বিবাদে মুখ দেখাদেখি বন্ধ। মস্তিষ্কপীড়ার প্রকোপে কর্মপরিকল্পনায় ব্যাঘাত। সপ্তাহের আদ্যভাগে হঠকারী সিদ্ধান্তে বিপত্তির আশঙ্কা, কর্মপ্রতিভার বিকাশ, বদলির সম্ভাবনায় মানসিক চাপ। মধ্যভাগে বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ মিলতে পারে, বাড়ি সংস্কার ও নবনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। অন্তভাগে প্রেমপ্রণয় ঘিরে ভুল বোঝাবুঝির অবসান, পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। মেষ লগ্নে জাত ব্যক্তির গুরুজনের সঙ্গে মতবিরোধে মানসিক ক্লেশ। ব্যবসায় বাড়তি বিনিয়োগ আপাতত রাশ টানা দরকার। সপরিবার মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা।

বৃষ: একাধিক সূত্রে আয় বৃদ্ধি। বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা। পড়শিদের চক্রান্তে দাম্পত্য কলহ। জীবাণু সংক্রমণে ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগে ভোগান্তি। সপ্তাহের আদ্যভাগে চুরি বা পকেটমারির জন্য অর্থক্ষতি। জমিজমা ক্রয়বিক্রয় ঘিরে আইনি জটিলতা। মধ্যভাগে সচেতনতার অভাবে বিপদে পড়ার আশঙ্কা, উত্তরাধিকার সূত্রে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। অন্তভাগে মহৎ কাজে অর্থ ব্যয়, পারিপার্শ্বিক কারণে মানসিক অবসাদ ও কাজকর্মে বাধা। বৃষ লগ্নে জাত ব্যক্তির মধুর বাক্য ও সংযত আচরণের জন্য পরিচিত মহলে খ্যাতি বৃদ্ধি। পারিবারিক শুভ কাজ ত্বরান্বিত হতে পারে। আয়-ব্যয়ের মধ্যে সমতার অভাবে ঋণ পরিশোধের পরিকল্পনা হোঁচট খেতে পারে।

মিথুন: ব্যবসায় বাড়তি বিনিয়োগে আশানুরূপ সাফল্য না-পাওয়ায় হতাশা বাড়বে। রক্তে শর্করা বৃদ্ধিতে নানান শারীরিক সমস্যা। সপ্তাহের আদ্যভাগে বন্ধুর সাহায্যে ও সাহচর্যে পারিবারিক সঙ্কটের মোকাবিলা, গুরুজনের রোগব্যাধিতে দুশ্চিন্তা ও চিকিৎসায় বহু ব্যয়। মধ্যভাগে অস্থিরতার জন্য কর্ম পরিকল্পনায় বাধা ও বিলম্ব, মনোরম স্থানে সবান্ধব ভ্রমণের পরিকল্পনা। অন্তভাগে স্বজনের বিরূপ আচরণে মনঃকষ্ট, সৎকর্মে আগ্রহের কারণে ব্যয় বৃদ্ধি। মিথুন লগ্নে জাত ব্যক্তির বাধাবিপত্তির মধ্য দিয়ে অর্থসম্পত্তি লাভের সম্ভাবনা। প্রিয় বন্ধুর অন্য মুখ দেখে হতাশা বাড়বে। স্বনিযুক্তি প্রকল্পে সাফল্য। জীবাণু সংক্রমণ ও জ্বরাদি পীড়ায় দুর্ভোগ।

কর্কট: স্বজনদের শত্রুতায় জীবন অতিষ্ঠ হয়ে উঠতে পারে। বাসস্থান পরিবর্তনের চিন্তায় আশার আলো। বিতর্কবিবাদ ও পুলিশি ঝামেলায় অযথা হয়রানি ও কাজে বাধা। কর্মগত পরিবর্তন ও দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা। সপ্তাহের আদ্যভাগে সৃষ্টিশীল কাজে সাফল্য, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। মধ্যভাগে নৃত্যনাটকাদি চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তি, অপ্রীতিকর সত্য কথায় শত্রু বৃদ্ধির ঝুঁকি না-নেয়াই ভালো। অন্তভাগে রক্ষণশীল মনোবৃত্তি আঁকড়ে থাকায় আত্মীয়দের সঙ্গে মনান্তর, শান্তির সন্ধানে আধ্যাত্মিক মনন। কর্কট লগ্নে জাত ব্যক্তির শেয়ারে বাড়তি বিনিয়োগের শুভ সময়। দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। হাড়ের সমস্যায় চলাফেরায় অসুবিধা।

সিংহ: কর্মস্থলে হঠকারী সিদ্ধান্তে সমূহ ক্ষতির আশঙ্কা। কূটবুদ্ধি জ্ঞাতির উস্কানিতে পারিবারিক শান্তি ব্যাহত। শ্বশুরকুল সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। ললিতকলার অনুশীলনে কৃতিত্বের বিশেষ স্বীকৃতি। সপ্তাহের আদ্যভাগে বিকল্প পথে বাড়তি উপার্জনের সুযোগ হতে পারে, লেখাপড়ায় সন্তানের অমনোযোগ চিন্তা বাড়াবে। মধ্যভাগে বন্ধুর সহায়তায় সংসারে ভুল বোঝাবুঝির অবসান, সবান্ধব ভ্রমণের পরিকল্পনা। অন্তভাগে বিকল্প কর্মসংস্থানে আশার আলো, গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে উদ্বেগ ও বহু ব্যয়ে নাজেহাল। সিংহ লগ্নে জাত ব্যক্তির নিয়ন্ত্রণহীন ভাবাবেগ বিপত্তি ডেকে আনতে পারে। সামাজিক ক্ষেত্রে প্রভাব-প্রতিপত্তি বাড়বে। অতিরিক্ত সরলতার জন্য পারিবারিক ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা।

কন্যা: বাড়তি উপার্জনের ছোটখাটো ব্যবসার পরিকল্পনা সফল হতে পারে। মাতৃস্থানীয়া কোনও আত্মীয়ার আচরণে পারিবারিক সমস্যা বৃদ্ধি। নৃত্যগীতাদি চারুকলার অনুশীলনে কৃতিত্ব। সপ্তাহের আদ্যভাগে কর্মে সংস্থাগত পরিবর্তনের যোগ, অপ্রাপ্তির হতাশায় নিত্যকর্তব্যে অমনোযোগ সমস্যা ডেকে আনতে পারে। মধ্যভাগে বন্ধুর সহায়তায় শত্রুর মোকাবিলা, রক্তচাপের অস্বাভাবিক হ্রাস বৃদ্ধিতে নানান শারীরিক জটিলতা। অন্তভাগে দীর্ঘলালিত কোনো আশা পূরণ হতে পারে, বকেয়া টাকা ফেরত পেতে পারেন। কন্যা লগ্নে জাত ব্যক্তির ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ সময়। কল্যাণকাজে শ্রম ও অর্থদান। জমিজমা ক্রয়বিক্রয় নিয়ে জ্ঞাতি বা পড়শিদের সঙ্গে বিরোধ।

তুলা: কর্মে বহু ব্যস্ততা সত্ত্বেও কষ্টসাধ্য উপার্জন। গুরুজনের পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান। আলসার বা টিউমার জাতীয় সমস্যায় ভোগান্তি। সপ্তাহের আদ্যভাগে প্রিয়বন্ধুর প্রতারণায় আর্থিক ক্ষতির তুলনায় মানসিক আঘাত বেশি হতে পারে। গৃহসংস্কার ও নবনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। মধ্যভাগে চুরি-ছিনতাইয়ে দ্রব্যার্থের ক্ষতির আশঙ্কা, চিত্রপরিচালক ও কলাকুশলীদের শুভ সময়। অন্তভাগে অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা। তুলা লগ্নে জাত ব্যক্তির কল্যাণকাজে শ্রম ও অর্থদানে সামাজিক প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি। প্রেমপ্রণয়ের জটিলতায় হতাশা বাড়বে।

বৃশ্চিক: অন্যমনস্কতা ও পরিকল্পনার ভুলের জন্য কর্মক্ষেত্রে অশান্তি বাড়তে পারে। প্রেম-প্রণয়ের জটিলতার অবসান। সম্পত্তি-বিবাদে আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ সম্পর্কচ্ছেদ পর্যন্ত গড়ানোর আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে সৃষ্টিশীল কাজের স্বীকৃতি, আগুন থেকে বিপদের আশঙ্কা। গুণী ব্যক্তির সান্নিধ্যে মানসিক শান্তি। মধ্যভাগে নতুন কাজের সুবাদে উপার্জন বৃদ্ধির সুযোগ, শল্যচিকিৎসকদের শুভ সময়। অন্তভাগে কল্যাণমূলক কাজের সূত্রে সমাজে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি, বহুমূত্র রোগের প্রকোপ বাড়বে। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির সাহিত্য ও সঙ্গীতের অনুশীলনে ব্যুৎপত্তি। দুঃসাহসিক কাজ থেকে বিরত থাকাই সমীচীন। খ্যাতি-প্রতিপত্তিতে অনাসক্তি মানসিক শক্তি বাড়াবে।

ধনু: দুষ্ট সহকর্মীর দূরভিসন্ধির জন্য কর্মে জটিলতা ও অশান্তি বৃদ্ধি। মন ও বুদ্ধির অস্থিরতায় নতুন পরিকল্পনায় বাধা। বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিবাদ। সপ্তাহের আদ্যভাগে বিলাসিতার জন্য অপব্যয় ও সঞ্চয় বৃদ্ধিতে বাধা, উদারতার প্রতিদানে অপদস্থ হতে পারেন। মধ্যভাগে বুদ্ধিমত্তার জোরে শত্রুর মোকাবিলা। অন্তভাগে উচ্চশিক্ষার বিলম্বিত সুযোগ, পারিবারিক দায়িত্ব পালনে অতিরিক্ত ব্যয়। ধনু লগ্নে জাত ব্যক্তির বহুমুখী প্রতিভার স্বীকৃতির যোগ। আত্মীয়স্বজনের উস্কানিতে দাম্পত্য অশান্তি। কাছেপিঠে ভ্রমণের পরিকল্পনা।

মকর: কর্মকুশলতার জন্য উচ্চপদস্থ ব্যক্তির প্রশংসা লাভ ও কর্মোন্নতির সম্ভাবনা। দেরিতে হলেও ন্যায্য পাওনা মিলবে। দার্শনিক চিন্তাভাবনা প্রাত্যহিক দুঃখকষ্ট লাঘব করতে পারে। সপ্তাহের আদ্যভাগে কাব্যগীত চর্চায় অগ্রগতি, আলসারের প্রকোপ বৃদ্ধিতে কাজকর্মে বাধা। মধ্যভাগে সামাজিক অনুষ্ঠানে সমাজবিরোধীদের দৌরাত্ম্য ঠেকিয়ে প্রশংসা লাভ, উচ্চশিক্ষা বা গবেষণায় হঠাৎ বাধা। অন্তভাগে দীর্ঘদিনের কোনো আশা পূরণ হতে পারে, মাতৃকুল সূত্রে অর্থ বা সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। মকর লগ্নে জাত ব্যক্তির পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ বাড়বে। কর্মক্ষেত্রে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি।

কুম্ভ: আলস্য বা উদাসীনতায় কার্যোদ্ধারে বিলম্ব। দুর্ঘটনায় দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে। বিকল্প পথে বাড়তি উপার্জনের সম্ভাবনা। ললিতকলার অনুশীলনে কৃতিত্ব। সপ্তাহের আদ্যভাগে স্বজনদের শত্রুতায় গৃহপরিবেশে ব্যাপক অশান্তি, হঠাৎ স্বাস্থ্যের অবনতিতে কাজকর্ম ব্যাহত। মধ্যভাগে কর্মক্ষেত্রে কৃতিত্বের বিশেষ স্বীকৃতির যোগ, প্রিয়জনের বিয়ের ব্যাপারে সফল আলাপ-আলোচনা। অন্তভাগে আবেগের বশে নেয়া হঠকারী সিদ্ধান্তে বিপদের আশঙ্কা। কুম্ভ লগ্নে জাত ব্যক্তির অতিরিক্ত ক্রোধ কর্মস্থলে বিপত্তি ডেকে আনতে পারে। সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে মনোমালিন্য।

মীন: কল্যাণ কাজে খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি। উদ্যম ও অধ্যবসায়ে কর্মে উন্নতি। লিম্নাঙ্গের পীড়ায় ক্লেশ। প্রিয়বন্ধুর প্রতারণায় আর্থিক ক্ষতির তুলনায় মানসিক আঘাত বেশি হতে পারে। সপ্তাহের আদ্যভাগে বাহন ক্রয়ের উদ্যোগে আকস্মিক বাধা, সন্তানের লেখাপড়ায় আগ্রহ ও উন্নতিতে উদ্বেগের অবসান। মধ্যভাগে শত্রুর মোকাবিলা করে কর্মক্ষেত্রে অগ্রগতি, লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ। অন্তভাগে প্রিয়জনের বিয়ের ব্যাপারে প্রাথমিক আলাপ-আলোচনা, রক্তচাপের আধিক্যে নানা ধরনের শারীরিক জটিলতা। মীন লগ্নে জাত ব্যক্তির উদারতা দেখাতে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা। নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেয়া উচিত।