কাঠমান্ডু, নেপাল থেকে : ঢাকায় অবস্থিত সার্ক কৃষি কেন্দ্রের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে সার্কের সদস্য রাষ্ট্রের মূল্যায়ন কমিটি। একই সঙ্গে সার্কের নেপালের যক্ষা কেন্দ্র, পাকিস্তানের জ্বালানি কেন্দ্র এবং শ্রীলঙ্কার সংস্কৃতি কেন্দ্রের কার্যক্রম নিয়েও সন্তোষ প্রকাশ করেছে সদস্য রাষ্ট্রগুলো।
অপরদিকে তিনটি কেন্দ্রের কার্যক্রম ফলপ্রসূ এবং গণমানুষের কাছে পৌঁছাতে আশানুরুপ সফলতা দেখাতে না পারায় বন্ধ করার জন্য সুপারিশ করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভূটান এবং মালদ্বীপ।
শনিবার অনুষ্ঠিত সার্কের ৪৯তম প্রোগ্রামিং কমিটির বৈঠকের আলোচিত বিষয় এবং গৃহীত সুপারিশ জানাতে সার্ক মিডিয়া সেন্টারে রাত ৮টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নেপাল সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কমিটির চেয়ারম্যান ইওগা বাহাদুর হামাল।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আজকের বৈঠকে সার্ক রাষ্ট্রের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি এবং ২০১৫ সালের কার্যতালিকা তৈরি নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক সহযোগিতার জন্য সার্ক ১৬টি ক্ষেত্র নির্ধারণ করেছে আগামী বছরের কাজের জন্য।
বর্তমানে সার্কের ১১টি কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলো; হল কৃষি, আবহাওয়া গবেষণা, যক্ষা, নথি সংগ্রহ, মানবসম্পদ উন্নয়ন, উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা, জ্বালানি তথ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বনায়ন কেন্দ্র। এর মধ্যে সার্ক কৃষি কেন্দ্র এবং মেট্রোলজিক্যাল (আবহাওয়া গবেষণা) কেন্দ্র রয়েছে ঢাকায়। ১১টি কেন্দ্রের মধ্যে নেপালের যক্ষা কেন্দ্র, পাকিস্তানের জ্বালানি কেন্দ্র, শ্রীলঙ্কার সংস্কৃতি কেন্দ্রের কার্যক্রম সফলতা পেয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বন্ধ করার জন্য সুপারিশকৃত কেন্দ্রের মধ্যে তথ্য ও নথি সংগ্রহ কেন্দ্র দুটি রয়েছে ভারতে। মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র রয়েছে পাকিস্তানে।
এছাড়া বাকি ৪টির ব্যাপারে সন্তোষ প্রকাশ করা হয়। একীভূত করার তালিকায় স্থান পাওয়া সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র রয়েছে ঢাকায়। ফলে নতুন কেন্দ্রটি ঢাকায় স্থাপন করার জন্য বাংলাদেশ দলের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।
সার্কের বিদ্যমান চার কেন্দ্রকে নিয়ে গঠিত হতে যাচ্ছে সার্ক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। বনায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, উপকূলীয় ব্যবস্থাপনা অঞ্চল এবং সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রকে একীভূত করে নুতন এই কেন্দ্র গঠন করার জন্য করার সুপারিশ করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এ ক্ষেত্রগুলোতে কাজ করবে সার্ক।
যে তিনটি কেন্দ্র বন্ধ হচ্ছে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরকারি এ কর্মকর্তা জানান, ১৭ তম সার্ক সম্মেলনে এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সেই নির্দেশনার আলোকে এ বছর এ বিষয়ে কেন্দ্র তিনটি বন্ধের জন্য সুপারিশ করেছে সদস্য দেশগুলো। কেন্দ্রগুলোর সার্বিক কার্যক্রম এবং বাৎসরিক অডিট কমিটির মূল্যায়নের ভিত্তিতে সদস্য রাষ্ট্রগুলো এই সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বাহাদুর হামাল বলেন, সার্ক মনে করছে কেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আরো ফলপ্রসূ করতে এই উদ্যোগ নেয়া হচ্ছে। বিগত বছরের ব্যর্থতাকে সামনে রেখে আগামী বছর যেন সার্কের কোন সিদ্ধান্তই অবাস্তবায়িত না হয় তা নিয়ে আলোচনা করা হয়। আগামী বছরের কার্যক্রমকে ফলপ্রসূ করতে সর্বাত্বক চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয় আগামীকাল স্ট্যান্ডিং কমিটির বৈঠকে, প্রোগ্রাম কমিটির সুপারিশ উপস্থাপন করা হবে। বৈঠকে আলোচনা পর্যালোচনা শেষে তা উপস্থাপন করা হবে সার্ক কাউন্সিল মন্ত্রীদের সেশনে। সেখান থেকে আলোচনার বিষয়বস্তু যাবে সার্ক শীর্ষ নেতাদের বৈঠকে। সার্ক শীর্ষ নেতাদের আলোচনার পরে মূলত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
২৩ ও ২৪ তারিখে হবে স্ট্যান্ডিং কমিটির ৪১তম সেশন। ২৫ তারিখে অনুষ্ঠিত হবে সার্কের কাউন্সিল মন্ত্রীদের ৩৬তম সেশন। ২৬ ও ২৭ নভেম্বর হবে সার্ক শীর্ষ নেতাদের বৈঠক। এই বৈঠকেই আলোচনার পরে নির্ধারিত হবে সার্ক সদস্যদের আগামী এক বছরের পথচলা।
উল্লেখ্য, নেপালের সোয়াল্ট্রি এলাকার হোটেল ক্রাউন প্লাজায় শনিবার সার্কের ৪৯তম প্রোগ্রামিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ১৮তম সার্ক সম্মেলনের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এর মাধ্যমেই শুরু হয় এবারের সার্ক সম্মেলন। বৈঠকের সভাপতিত্ব করেন নেপাল সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইওগা বাহাদুর হামাল। বৈঠকটি মূলত সদস্য রাষ্ট্রসমূহের যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে।
এ বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক বিভাগের মহাপরিচালক আব্দুল মোতালেব সরকার।