টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া গ্রামে ঘরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনার মূলহোতা জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
মির্জাপুর থানার ওসি আবদুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর বাহার উদ্দিনের ছেলে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর শনিবার রাত ১০টায় তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, জাহাঙ্গীর তার বাড়ির আশপাশে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির পাশের ঝোঁপঝাড়ের ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করার পর সে জাহাঙ্গীর কিনা তা নিশ্চিত হতে মামলার বাদী মোফাজ্জল হোসেনকে দেখানো হয়।
জাহাঙ্গীরকে রোববার সকালে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। সেই সাথে ঘটনার পর ৪৭ দিন সে কোথায় বা কার আশ্রয়ে ছিল সেটিও তদন্ত করে দেখা হবে। তার আশ্রয়দাতার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ভোরে গোড়াই ইউনিয়নের দক্ষিণ সোহাগপাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) ও তার তিন মেয়ে মনিরা আক্তার (১৪), মীম আক্তার (১০) ও মলি আক্তারকে (৭) ঘরে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যা করে জাহাঙ্গীর।
ওই দিনই রাতেই হাসনা বেগমের ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।