
বাংলার খবর২৪.কম,সংবাদদাতা রংপুর: বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবিতে শনিবার রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদলের একাংশ। গ্র্যান্ড হোটেল মোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। এরপর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ মোঃ জিল্লুর রহমান, সহ-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক আশরাফুল ইসলাম প্রমুখ।