ঢাকা : ৫ জানুয়ারির নির্বাচন কোনো নির্বাচন নয়, সেটাকে নির্বাচন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলে দুর্নীতি হতে বাধ্য। কারণ সরকার টিকিয়ে রাখতে হলে আর্মি, র্যাব-পুলিশকে তাদের হাতে রাখতে হবে। সেজন্য হয়তো সরকারই তাদের ঘুষ দেয়।
২৮ নভেম্বরের দুর্নীতি বিরোধী আন্দোলনকে সামনে রেখে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথাগুলো বলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
শনিবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, ৫ জানুয়ারির নির্বাচন কোনো নির্বাচনই না। তবুও তার দোহাই দিয়ে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। এটা রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ দুর্নীতি।
তিনি বলেন, সাধারণ মানুষ মনে করে না বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কোনো আন্দোলন করতে পারবে বা করবে। তাই এই আন্দোলন আমাদের বড় পরীক্ষা। মানুষ আমাদের পক্ষে আছে। অনেকে প্রত্যক্ষভাবে অনেকে উপস্থিত থাকতে না পারলেও তাদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে।
সভার এক পর্যায়ে বেশ কয়েকজন আইনজীবী তাদের মতামত এবং পরামর্শ প্রদান করেন।
বিশ্বজিৎ হত্যা মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল বলেন, মাহমুদুর রহমান মান্না হচ্ছেন দেশের গুটিকয়েক পরিশীলিত রাজনীতিবিদের মধ্যে অন্যতম। দুর্নীতির বিরুদ্ধে তার এই আহবান একটি ঐতিহাসিক ঘটনা। যখন দেশ ও জাতি দুর্বৃত্তায়নের অসহনীয় পর্যায়ে চলে গেছে ঠিক তখনই তার এই আহবান সাধারণ মানুষের মধ্যে একটি দুর্নীতি মুক্ত সমাজের বার্তা পৌঁছে দেবে।