যশোর : দীর্ঘ ৯ দিন চিকিৎসাধীন থাকার পর পৃথিবী থেকে বিদায় নিলো যশোরে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ জখম হাফিজুর রহমান।
শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।
নিহত হাফিজুর শহরের বারান্দিপাড়ার হারুন মিস্ত্রির ছেলে।
যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন হাফিজুরের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে হাফিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার বিকেলে মারা যায় সে।
ছিনতাইকারীর নাটক সাজিয়ে ১৩ নভেম্বর যশোরে নিরীহ দুই যুবককে গুলি করে কোতয়ালি থানা পুলিশ। এসআই সোয়েবের নেতৃত্বে ১০/১২ জনের পুলিশের একটি টিম ওই রাতে শহরতলীর বাহাদুরপুর পশ্চিমপাড়ার বাড়ি থেকে মিজান ও শহরের বারান্দিপাড়া থেকে হাফিজুরকে ধরে আনে। এরপর তাদেরকে শহরের বাদশা ফয়সাল স্কুলের পাশে নিয়ে ছিনতাইকারী বলে পায়ে গুলি করে। এ ঘটনাটি মিডিয়ায় প্রকাশ হওয়ার পর ১৭ নভেম্বর রাতে ঢাকা থেকে আইন ও সালিশ কেন্দ্রের দুই কর্মকর্তা তদন্তের জন্য যশোর আসেন। এদের একজন আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র ইনভেস্টিগেটর ও ট্রেনিং চিফ অসিত দাস। অপরজন ইনভেস্টিকটর মাহাবুব আলম।
এদিকে, হাফিজুরের মৃত্যুর খবর পৌঁছালে বারান্দিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।