
মো: রাসেল আহম্মাদ রিয়াদ : বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের ডেমরা খানা শাখার উদ্দ্যোগে সাইনবোর্ড জামিয়া ইসলামীয়া মাদরাসায় এক তরবীয়াতি জলসার আয়োজন করা হয়। এই সভায় সভাপতিত্ত্ব করেন জামিয়া ইসলামীয়া মাদমাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাও: শফিকুল ইসলাম সাহেব, প্রধান আতিথি হিসেবে থাকেন মাও: আব্দুল আলীম সাহেব, বেফাক বোর্ডের মহাসচিব মাও: আব্দুল জব্বার সাহেব, ডেমরা থানা শাখার সেক্রেটারী মাও; নেছার আহম্মাদ মাদানী, মাও: ওবায়েদুল্লাহ মাহমুদ সাহেব, মুফতী আজহারূল ইসলাম সাহেব আরো উপস্থিত থাকেন বিভিন্ন মাদরাসার মোহতামিম ও ওলামায়ে কেরামগন।
বক্তব্যে ওলামায়ে কেরামগন বলেন: মাদরাসার শিক্ষাকে আরো গতাসুগতিক ও ওলামায়ে দেওবন্দের আকিদা অনুসরন ও অনুকরন করতে হবে। ছাত্রদের শিক্ষার মান বৃদ্ধির জন্য তাদেরকে সঠিক দিন শিক্ষা দিতে হবে। এবং দ্বীনের গুরুত্ব বুঝাতে হবে।
বেফাক বোর্ডের ডেমরা থানা শাখাকে একটি মডেল হিসেবে গড়ে তুলবেন। যাতে সারা বাংলাদেশ একে অনুসরণ করে। ওলামায়ে কেরামদের উদ্দে্শ্যে বলেন: তাদের ইখলাস ও ইমানকে হেফাজত করেন।