
মোঃ রাসেল আহম্মাদ: ছয় ঋতুর বাংলাদেশ। কিন্তু পরিবেশ বিপর্যয় ও ভৌগলিক কারনে আজ শুধু দুইটি
ঋতুই আমাদের মাঝে আছে – শীত ও গ্রীষ্ম। আর সেই ধারা বাহিকতায় এখন
গ্রীষ্মের শেষে শীতের আগমন। যদিও শীতের আগমন পরোপরি ঘটে নাই। তার পরও শীত
বস্ত্রের দোকান গুলোতে উপচে পড়া ভিড়। এর থেকে বাদ পড়েনি ফুটপাতের দোকান
গুলোও। ছোট বড় সব ধরনেরই পোশাক বিক্রি হচ্ছে বিভিন্ন দামে জানান
দোকানীরা।