বাংলার খবর২৪.কম,সংবাদদাতা রংপুর: রংপুরের বদরগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা চেষ্টার পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মাদকাসক্ত স্বামী। এলাকার লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। শুক্রবার মধ্যরাতে ওই ঘটনা ঘটে উপজেলার রামনাথপুর ইউনিয়নের দক্ষিণ মুকসুদপুর বটপাড়ায়।
জানা গেছে, দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়মা খাতুনের স্বামী আজিজুর রহমান মাদকাসক্ত ব্যক্তি। পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি মাদকাসক্ত হয়ে পড়ায় এরই মধ্যে নিজের সকল সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। এখন তার সংসার চলে স্ত্রীর রোজগারের পয়সায়। তারপরও প্রতিরাতে আজিজুর রহমান মদ্যপ অবস্থায় বাসায় ফিরে স্ত্রীকে নির্যাতন করেন। এরই ধারাবাহিকতায় ওই রাতে বাসায় ফিরে তিনি ঘুমন্ত স্ত্রীকে বঁটি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালান। পরে তিনি নিজেও ওই বঁটি দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালান। এসময় টের পেয়ে যায় মেয়ে উর্মি(৭)। সে মা-বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকারে পরিবারের লোকজনসহ এলাকার লোকজন বাসায় ঢুকে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসেন। কিন্তু শারীরীক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম পলাশ জানান, ওই শিক্ষকের গলা চার ইঞ্চি দীর্ঘ, এক ইঞ্চি প্রস্থ ও আধা ইঞ্চি পরিমাণ গভীর পর্যন্ত কেটে গেছে। এছাড়া আজিজুর রহমানের তিন ইঞ্চি দীর্ঘ, এক ইঞ্চি প্রস্থ ও আধা ইঞ্চি পরিমাণ গভীর পর্যন্ত গলা কেটে গেছে।
সরেজমিন এলাকা পরিদর্শণকালে কথা হয় শিশু উর্মির সাথে। সে জানায়, ঘুম থেকে উঠেই দেখি বাবা-মার শরীর রক্তে ভেজা ও গলাকাটা। এর বেশী সে আর বলতে পারেনি।
এব্যাপারে জানতে বদরগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ওসি জাহেদুর রহমান চৌধুরী বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
শিরোনাম :
স্ত্রীর গলা কাটার পর স্বামী’র আত্মহত্যার চেষ্টা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০১৪
- ১৬৫৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ