গাজীপুর : দেশের অন্যান্য সিটি করপোরেশনের ন্যায় গাজীপুর সিটি করপোরেশনেও শীঘ্রই মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। বাংলাদেশে কোন বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা চালাতে দেব না, সে ভারত থেকে হোক কিংবা মিয়ানমার বা অন্য কোনো প্রতিবেশী দেশ।
প্রধানমন্ত্রী নিজে কোন দলীয় সন্ত্রাসীদের ছাড় দিচ্ছেন না উল্লেখ করে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার দলীয় পরিচয়ে কেউ সন্ত্রাস করলে পুলিশ কেন তাকে ছাড় দিবে। কোনো সন্ত্রাসীকেই ছাড় না দিতে তিনি পুলিশ সদস্যদের নির্দেশ দেন।
মাদক সমাজের ভয়ঙ্কর সমস্যা। এটা নির্মূল করতে হবে। এজন্য পুলিশ বাহিনীর সহায়তা চান তিনি।
সন্ত্রাস নির্মূলে পুলিশের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা যে পারেন তা দেখিয়েছেন। গত নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে আপনারা যে কাজ করেছেন, মানুষ তার প্রশংসা করেছে, এখনও করে। এখনও আপনাদের সহযোগিতা প্রয়োজন।
পুলিশের সংখ্যা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, খুব শীঘ্রই ১৭ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে। আপনাদের বাসস্থান ব্যবস্থা, ঝুঁকি ভাতা, বিভিন্ন সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ দমনের জন্যে আলাদা পুলিশ বাহিনী তৈরি করা হচ্ছে। আরো সমস্যা থাকলে তা আমরা দেখব।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।