ফারুক আহম্মেদ সুজন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জনগণের সেবা করাই আমাদের কাজ। জনগণই সিদ্ধান্ত নেবেন, তারা কাকে ভোট দেবেন।”
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুটি বহির্বিভাগ উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের মিলটন হলে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়।”
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকারের ঐকান্তিক প্রচেষ্টার কারণে আজ মোবাইল ফোন প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সেবা মানুষের দ্বোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছি।”
শেখ হাসিনা বলেন, “ঢাকা শহরের মানুষ শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু আমরা মহানগরী উত্তর-দক্ষিণের আনুপাতিক হারে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছি।”
প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর থেকে রেলওয়েকে গলা টিপে হত্যা করেছে। সেই মৃতপ্রায় রেলওয়েকে আমরা কার্যকর ও যুগপোযোগী করেছি। এমনটি রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শাহজাহানপুরে অবস্থিত রেলওয়ে হাসপাতালের আধুনিকায়নের কাজ করেছি।”
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান