বাংলার খবর২৪.কম,বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোল পোর্টথানার আমড়াখালী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চেকপোস্ট থেকে দুই হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
রোববার সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল সড়ক থেকে ২৬ বিজিবির সদস্যরা মাদকের এই চালানটি জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি খালি ট্রাক (ঢাকা মেট্র ট-১১-৭৫৫৫) যশোরের দিকে যাচ্ছিলো। এসময় সন্দেহ হওয়ায় বিজিবি সদস্যরা ট্রাকটি থামাতে বললে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকের বডির ভেতর লুকিয়ে রাখা দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাকটিও আটক করা হয়।
যশোর-২৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান