ঢাকা: উপমহাদেশের প্রখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইন বায়োলজিক্যাল সায়েন্সেস শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারের আয়োজন করে।
সংস্কৃতি মন্ত্রণালয় এক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদান করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেমিনার উদ্বোধন করেন।
সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইন বায়োলজিক্যাল সায়েন্সেস-এর পরিচালক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
স্যার জগদীশ চন্দ্র বসুর জীবন ও কর্মের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. অজয় রায় এবং কোলকাতার বোস ইনস্টিটিউটের অধ্যাপক ড. এ. এন. লাহিড়ী মজুমদার। স্বাগত বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
‘স্যার জগদীশ চন্দ্র বসু’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আরেফিন সিদ্দিক বলেন, “তিনি একাধারে পদার্থবিজ্ঞানী, প্রাণিবিজ্ঞানী, উদ্ভিদবিজ্ঞানী, শিল্পী ও সাহিত্যিক ছিলেন। তিনিই প্রথম রেডিও ওয়্যারলেস, আলোকবিদ্যা সদৃশ মাইক্রোওয়েভ এবং উদ্ভিদ বৃদ্ধি মাপক যন্ত্র ‘ক্রোসকোগ্রাফ’ আবিস্কার করেন। তার গবেষণা থেকেই আমরা জেনেছি ‘গাছেরও প্রাণ আছে’।”
ভিসি ‘জগদীশ চন্দ্র বসু’র জীবন ও কর্মের সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিচয় ঘটাতে তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধসমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তির আহ্বান জানান।
ভিসি বলেন, “একটি দেশের সঙ্গে অন্য দেশের ভৌগলিক বিভাজন থাকতে পারে, কিন্তু শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে কোনো ভৌগলিক বিভাজন নেই।”
বিষয় কেন্দ্রিক খণ্ডিত গবেষণা না করে সমন্বিত দৃষ্টিভঙ্গির মাধ্যমে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান ভিসি।
এ লক্ষ্যে তিনি আন্তঃবিভাগ ও আন্তঃঅনুষদ মতবিনিময় এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নতুন কিছু আবিস্কার করতে নতুনকিছুর স্বপ্ন দেখার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
স্যার জগদীশ চন্দ্র বসু ১৮৫৮ সালের ৩০ নভেম্বর বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন এবং ১৯৩৭ সালের ২৩ নভেম্বর ভারতে মারা যান।