ব্রহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনার জের ধরে শনিবার সকালে দ্বিতীয় দিনের মতো দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
দুই দিনের সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের ২০টি বাড়ি এবং ১০টি দোকান ভাঙচুর ও লুটতরাজ করে দাঙ্গাবাজরা। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার পীরবাড়ি ও শরীফপুর মহল্লাবাসীর মধ্যে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলে শরীফপুর মহল্লার এক প্রবাসীর ছেলে ও ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শরীফপুর মহল্লায় গিয়ে পীরবাড়ি মহল্লার মুহিত মিয়ার ছেলে কাউসার মিয়া-(১৩) উত্যক্ত করে।
এ সময় শরীফপুর এলাকার লোকজন কাউসারকে আটক করে রাখে। খবর পেয়ে পীরবাড়ি এলাকার লোকজন কাউছারকে ছাড়িয়ে আনতে শরীফপুর মহল্লায় যায়। ওই সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কাউছারকে ছাড়িয়ে আনার পর গত শুক্রবার সন্ধ্যার দিকে দু-পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের ১৫ জন আহত ও পীরবাড়ি এলাকার ১০টি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার মীমাংসার জন্য শনিবার সকাল ১০টায় পীরবাড়ি বাজারে একটি সভা অনুষ্ঠিত হয়। সালিশে উভয়পক্ষের লোকজন কথাকাটির একপর্যায়ে পুনরায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ২৫ জন আহত হয়। এ সময় শরীফপুর এলাকার লোকজন পীরবাড়ি বাজারের জিল্লু মিয়ার তানিয়া সুজ ও রাফি টেলিকম, মুহিদ মিয়ার প্রভাতী সুজ ও কামাল মিয়ার কামাল সুজসহ বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করে।
তারা পীরবাড়ি এলাকার আওয়াল মিয়া, আয়েশা বেগম, সাইফুল মিয়া, দিদার মিয়া, জিল্লু মিয়া, জামাল মিয়া, কামাল মিয়াসহ মোট ১০টি বাড়িতে হামলা ও ভাঙচুর করে। হামলাকারীরা পীরবাড়ি মহল্লার ৮০ বছর বয়সের এক বৃদ্ধা আউলিয়া বেগমের বাড়িতে ভাঙ্গচুর করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক ইসতিয়াক আহমেদ জানান, মেয়ে উত্তক্তের ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে দুই দিন ধরে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মোট আট জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান