ব্রহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে চট্টগ্রামের চিনকি আস্তানা স্টেশন পর্যন্ত নতুন রেল বসানোর কাজের উদ্বোধন হচ্ছে রোবাবর।
এদিন সকালে এ কাজের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।
এ উপলক্ষে আখাউড়া রেলওয়ে জংশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি।
রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. মনসুর আলী সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তরাও উপস্থিত থাকবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই পথে ১৮০ কিলোমিটার পুরাতন রেল পরিবর্তণ করে নতুন রেল বসানো হবে। একই সঙ্গে উল্লেখিত পথে পুরাতন ও ক্ষতিগ্রস্ত স্লিপার বদল করে নতুন স্লিপারও বসানো হবে। এ কাজে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৯৯ কোটি টাকা। তবে এ ব্যয় আরও সামান্য কিছু বাড়তেও পারে।
কাজ বাস্তবায়নকারি ম্যাক্স গ্রুপ সূত্র জানায়, আগামী বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। নতুন রেল ও স্লিপার বসানোর পর উল্লেখিত পথে ট্রেনের চলার গতি বর্তমান অবস্থা থেকে বাড়বে। ইতিমধ্যেই রেল ও স্লিপার এনে রাখা হয়েছে।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরই রেল বসানোর কাজ শুরু হবে। রেল ও স্লিপার আনা হয়েছে চীন থেকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান