ফেনী: ফেনী পৌরসভার অসহায়, গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে হাসপাতালে যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সাউথ ইস্ট ব্যাংকের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে।
শনিবার দুপুরে পৌর প্রাঙ্গনে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও পৌর মেয়র হাজি আলাউদ্দিনের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করা হয়।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোফরান, ট্রাস্ট ব্যাবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন ও মাঈন উদ্দিন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র-১ মোসলেহ উদ্দিন হাজারী বাদল সহ কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান