নোয়াখালী: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নোয়াখালীতে চট্রগ্রাম বিভাগীর কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৪ শনিবার বিকাল সাড়ে তিনটায় শুরু হয়েছে।
চট্রগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপির পৃষ্ঠপোষকতায় নোয়াখালী জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন- চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ।
নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো ছিলেন, চট্রগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মু.আলমগীর, নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব নজরুল ইসলাম লেদু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়া, (রাজস্ব) আবদুল কাদের, আহমদ কবির, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, মিডিয়া কমিটির আহবাহয়ক নজরুল ইসলাম, সদস্য সচিব নিজাম উদ্দিন পিন্টু, নোয়াখালী প্রেস ক্লাব সভাপতি আলমগীর ইউসুফ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নোয়াখালী আবৃত্তি একাডেমীর পরিচালক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশর।
আগত অতিথিদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালীর ঐতিয্যবাহী লাঠি খেলা প্রদর্শন করেন সূবর্ণচর উপজেলার লাঠি খেলোয়াড়রা।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমাদের ছাতা নৃত্য, বম নৃগোষ্ঠীদের বাঁশ নৃত্য আগত দর্শকদের নজর কাড়ে। এছাড়াও নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বানি সাহা ও স্বজল মজুমদারের নেতৃত্বে নৃত্য ও গান পরিবেশন করেন। টুনামেন্ট থিম সং গোল গোল পরিবেশন করেন নোয়াখালীর উদীয়মান শিল্পী ফাতেমাতুজ জোহরা ঐশী।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ। নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বদরে মুনির ফেরদৌসে, চট্রগ্রাম বিভাগীয় ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মু.আলমগীর। এর পরে বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।
এ বছর চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা, ফেণী জেলা ক্রীড়া সংস্থা, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা,খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা, বন্দরবান জেলা ক্রীড়া সংস্থা, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা, বি.বাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা সহ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় দল অংশ নেবে।
খেলায় ১২টি দল অংশ গ্রহন করে প্রথম পর্বে প্রত্যক দল দুইটি করে ম্যাচ খেলবে। ১১ ডিসেম্বর হবে ফাইনাল ম্যাচ।
প্রত্যেক ম্যাচ নোয়াখালী জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার দর্শকরা ক্যাবল অপারেটর মাইজদী ভিশনে (এমভি) সরাসরি দেখতে পারছেন।