সিডনি: সিডনির বন্ডি বিচের নিরাপত্তা জালে একটি বিরাট মৃত হোয়াইট শার্ক ধরা পড়েছে। এটা জনপ্রিয় এই সৈকতে চলতি সপ্তাহে ধরা পড়া দ্বিতীয় সাদা হাঙ্গর।
কর্তৃপক্ষ শনিবার একথা জানায়।
নিউ সাউথ ওয়েলস ডিপার্টমেন্ট অব প্রাইমারি ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, সৈকতের উত্তর প্রান্ত থেকে প্রায় ৫০০ মিটার দূরে মৃত হাঙ্গরটি পাওয়া গেছে। এটিকে জাল থেকে সরিয়ে ফেলা হয়েছে।
শনিবার এক নারী মুখপাত্র বলেন, ‘আজ সকালে বন্ডি বিচের উত্তর প্রান্তের নিরপাত্তা জাল থেকে আনুমানিক ২.১৫ মিটার (৭ফুট) দীর্ঘ একটি পুরুষ হাঙ্গরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘জালে ১.১ মিটার দীর্ঘ একটি স্টিংরে (শক্তিশালী লেজওয়ালা শংকর মাছ) জীবিত ধরা পড়ে এবং সফলভাবে একে উদ্ধার করে পানিতে ছেড়ে দেয়া হয়।’
বুধবার ২.৫ মিটার দীর্ঘ একটি বিরাট হোয়াইট শার্ক পাওয়া গেছে। বন্ডি বিচে নিয়মিত জাল টানার সময় এটি পাওয়া যায়।
এই ভয়ঙ্কর প্রাণীগুলো থেকে সাঁতার কাটতে আসা মানুষকে সুরক্ষার জন্য নিরাপত্তা জালগুলো পাতা হয়েছে।
১৯৩৭ সাল থেকে সিডনি ও নিউ সাউথ ওয়েলসের জনপ্রিয় সৈকতগুলোর বিভিন্ন অংশে এই নিরাপত্তা জাল পাতা হচ্ছে। সূত্র: এএফপি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান