বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারের ‘যমুনা সাউন্ড সিস্টেম’এর সত্তাধিকারী মনির শেখের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার সকালে পুলিশ নিহত মনিরের ঘরের পাশে একটি সবেদা গাছের সঙ্গে ঝুলন্ত তার লাশ উদ্ধার করে।
নিহত মনির যাত্রাপুর গ্রামের আকুব্বর শেখের ছেলে। তার দুটি কন্যা সন্তান রয়েছে।
নিহত মনির শেখের বৃদ্ধ মা হেলেনা বেগম দাবি করছেন, পারিবারিক কলহের জের ধরে তার ছেলেকে পুত্রবধূ মেরে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।
তবে নিহতের স্ত্রী বেগম নাহার বেগম এ অভিযোগ অস্বীকার করেছে।
এলাকাবাসী বলছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও বিরোধ চলে আসছিল। ব্যবসায়ী মনির ছিল সকলের কাছে সদালাপী ছিল। তার কোন শত্রু ছিল না। তার এই মুত্যু রহস্যজনক বলে তারা দাবি করেন।
বাগেরহাট মডেল থানার এস আই মাহবুব হোসেন জানান, নিহতের পরিবারের মধ্যে কলহ ছিল। লাশের সুরহাতাল শেষে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান