চট্টগ্রাম: শিশিরের প্রভাব কমাতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা দেড়টার পরিবর্তে খেলা শুরু হবে বেলা সাড়ে ১২টায়।
মূলত শীতের মৌসুমের কথা ভেবেই এই সময় পরিবর্তন আনা হয়। কেননা এই সময় পরে ফিল্ডিং করা দলকে সবসময় সমস্যার মুখোমুখী হতে হয়। বোলাররা ভালো ভাবে গ্রিপ করতে পারেন না। কিংবা ফিল্ডিংয়ে প্রতিকূলতার মুখোমুখি হয়।
প্রসঙ্গত, প্রথম ওয়ানডেতে সফরকারী জিম্বাবুয়েকে ৮৭ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান