দামেশক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বৃহস্পতিবার বলেছেন, ইসলামিক স্টেট গোষ্ঠীকে নির্মূলে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
আসাদ বলেন, এ অঞ্চল এক নিশ্চায়ক সময় পার করছে। ফলাফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূণ বিষয় হচ্ছে জেহাদিদের বিরুদ্ধে ‘সত্যিকার ও আন্তরিক আন্তর্জাতিক সহযোগিতা’।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আসাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘আইএস-এর নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠী শূন্য থেকে উদ্ভূত হয়নি। বরং এটি যারা সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে তাদের ভুল ও আগ্রাসী নীতির ফল।’
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জেহাদিদের বিরুদ্ধে বাশার আল আসাদের সঙ্গে জোট করার কোনো সম্ভাবনার কথা নাকচ করে দেয়ার মাত্র কয়েক দিন পর প্রেসিডেন্ট আসাদ তার ক্ষমতাসীন বাথ পার্টির সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এসব কথা বলেন।
ওবামা গত রোববার অস্ট্রেলিয়ায় বলেন, বাশার আল আসাদ তার দেশের অধিকাংশ জনগণের সঙ্গে বৈধতা হারিয়েছেন।
তিনি বলেন, সে কারণে আমরা আইএস’র বিরুদ্ধে তার সঙ্গে জোট করলে তা সিরিয়ায় আরো অধিকসংখ্যক সুন্নিকে আইএসআইএল’কে সমর্থনের দিকে ঠেলে দেবে এবং আইএস’র বিরুদ্ধে আমাদের আন্তর্জাতিক জোটকে দুর্বল করবে। সূত্র: এএফপি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান