নয়া দিল্লি: ভারতে এসে কাশ্মির ইস্যু নিয়ে কথা বলার জন্য ওবামাকে অনুরোধ করলেন নওয়াজ শরিফ। শুক্রবার মোদীর আমন্ত্রণ পাওয়ার পরই ভারতে আসার কথা পাক-প্রধানমন্ত্রীকে ফোন করে জানান ওবামা। ২৬ জানুয়ারির অনুষ্ঠানে ভারতে আসার কথা মার্কিন প্রেসিডেন্টের। শুক্রবারই একথা ট্যুইট করে জানান নরেন্দ্র মোদি।
ফোনের শরিফ ওবামাকে বলেন, ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যেন তিনি কথা বলেন। কাশ্মির ইস্যুর দ্রুত নিষ্পত্তিতেই সুই দেশে শান্তি আসবে উল্লেখ করেছেন তিনি। ওবামার ভারতে আগমন দুই দেশের সম্পর্ক তরান্বিত করতে পারে বলেও জানান শরিফ। পাকিস্তানের দাবি, দুই দেশের বিদেশ সচিবদের বৈঠক বাতিল হওয়ার ঘটনা ও সীমান্তে গোলাগুলি এটাই প্রমাণ করে যে ভারত শান্তি ফেরাতে নারাজ।
ওবামা জানিয়েছেন, যেভাবে পাকিস্তানের তাদের অর্থনৈতিক বাধা কাটিয়ে উঠতে চাইছে, তাতে তিনি খুশি। ওবামাকে পাকিস্তানে আসার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন নওয়াজ শরিফ। পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি পাকিস্তানে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ওবামা। আগামিদিনে পাক-আমেরিকা সম্পর্ক ভালো রাখার আশ্বাস দেন দুই রাষ্ট্রনেতা। সূত্র: ওয়েবসাইট