নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের সুখ-দুঃখ নিয়ে গাওয়া জীবনমুখি গানের সার্থকতা খুঁজে পেলেন প্রবাসী সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা। এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীদের নিয়ে তিনিই প্রথম বাংলা গান গেয়েছেন। তার গানের কথা এরকম- ‘মোরা আর কতকাল/ বলো থাকবো ইল্লিগ্যাল/ লিগ্যাল হতে চাই, মোরা লিগ্যাল’।
গত ২০ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রাথমিকভাবে ৪৭ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতার ঘোষণা দেওয়ায় প্রবাসী সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা তার গাওয়া গানের সার্থকতা খুঁজে পেয়েছেন বলে প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রে এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। তাদের মধ্যে ৪৪ লাখ অবৈধ অভিবাসী বৈধতার সুযোগ পাবে, যাদের সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক। আর তিন লাখ অবৈধ অভিবাসী বৈধতার সুযোগ পাবে নতুন নিয়ম অনুযায়ী অন্যান্য শ্রেণিভুক্তির কারণে। তিনি ওবামার এই অভিবাসন পরিকল্পনা ঘোষণাকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবেও অভিহিত করেন।
যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের নিয়ে কৌশলী ইমা তাঁর এ গানটি প্রথম গেয়েছিলেন ২০০৬ সালে। এরপর ২০০৭ সালে ওয়াশিংটনে ফোবানা সম্মেলনসহ নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে অনুষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের পৃথক মঞ্চে গেয়েছেন। গানটি গাওয়ার পর প্রবাসীদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পেয়েছিলেন। এ গানটি তার কোন অ্যালবামে স্থান না পেলেও তিনি ২০১২ সালে ইউটিউবে প্রকাশ করেন। অবৈধ অভিবাসীদের নিয়ে তার গাওয়া এ গানটিই প্রথম বাংলা গান বলে তিনি দাবি করেন।
কৌশলী ইমা সমাজের নানা অনিয়ম-দুর্নীতি, অন্যায়-অবিচার ও কুসংস্কারকে গানের ভাষায় দর্শক-শ্রোতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। রাজনীতির নামে নেতা-নেত্রীদের ভন্ডামী, রাজাকারদের বিচারের দাবি, নারী-পুরুষে বৈষম্য এবং অবৈধ অভিবাসীদের সুখ-দুঃখসহ নানা সমকালীন বিষয়ে গান গেয়েছেন। তার গাওয়া গান শুনে দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। তিনিই প্রথম রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত, অবহেলিত ও ভিক্ষে করে খাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে গান গেয়েছেন। মুক্তিযুদ্ধ, রাজনীতি, দেশপ্রেম, মানবপ্রেম ও আধ্যাত্মিক বিষয় নিয়ে তার গাওয়া গান সর্ব মহলে প্রশংসিত। সমসাময়িক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু ভিত্তিক তার বৈচিত্র্যময় গান ইতোমধ্যে দেশ ও বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। দেশে অবস্থানকালে গান গেয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে।
তিনি ঢাকা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে লোকসঙ্গীতে স্নাতক এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে বাংলা সাহিত্যে মাস্টার ডিগ্রি লাভ করেন। তার বৈচিত্র্যময় গানের সংকলন নিয়ে আমলনামা ডটকম, মাটির মানুষ ও জেন্টেলম্যান নামে তিনটি অ্যালবাম বের হয়েছে। তরুণ প্রজন্মের এ শিল্পী ইতিমধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক ও সমকালীন গান গেয়ে উত্তর আমেরিকায় ব্যাপক পরিচিতি পেয়েছেন।