ওয়াশিংটন: এ বছরের রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান। আমেরিকার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।
মানবাধিকার রক্ষার কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে রবার্ট এফ কেনেডি সেন্টার ফর জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস (আরএফকে সেন্টার)। বাংলাদেশে ‘অত্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা’ উন্মোচনে সাহসী ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এবং সেই সঙ্গে মানুষের অধিকার রক্ষা ও এর প্রসারে তার প্রচেষ্টায় সমর্থন দিতেই এই পুরস্কারে তাকে ভূষিত করা হয়েছে।
ক্যাপিটল হিলের ওই অনুষ্ঠানে মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন রবার্ট এফ কেনেডির স্ত্রী ইথেল কেনেডি। অনুষ্ঠানে আরএফকে সেন্টারের সভাপতি কেরি কেনেডি, কংগ্রেস সদস্য স্টেনি হয়ার (ডি-এমডি) প্রমুখ বক্তব্য দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান