ঢাকা: বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শনিবার। এবার এক হাজার আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে আট হাজার ৮৭৫ জন আবেদনকারী।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তিচ্ছুদের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ছাড়া অন্যান্য ভবনে অনুষ্ঠিত হবে।
সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা চলবে লিখিত পরীক্ষা। ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও স্থাপত্য বিভাগে ভর্তিচ্ছুদের পরীক্ষা পুরকৌশল ছাড়া অন্য ভবনে অনুষ্ঠিত হবে। আগামী ১৩ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।