অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু Logo সেনাসদস্য পরিবারের উপর হামলায় আহত ৫, সাংবাদিককে প্রাণনাশের হুমকি Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু

রাবির শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করছেন নয়া কমিশনার

রাবি : যোগদানের প্রথম দিনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নয়া কমিশনার মো. শামসুদ্দিন।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন, আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী, উপকমিশনার (পূর্ব) এ কে এম নাহিদুল ইসলাম, শিক্ষক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রমুখ।

নতুন পুলিশ কমিশনার ঘটনাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও মোটিভ উদ্ধারের আশ্বাস দেন তিনি।

এর আগে পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সকালে আরএমপি সদরে এসে যোগদান করেন কমিশনার মো. শামসুদ্দিন। এসময় সদ্য বদলি সাবেক কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন।

এ ঘটনায় গত মঙ্গলবার ওই শিক্ষকের বাসাথেকে উদ্ধার ছাত্রীর প্রেমিক ও একই বিভাগের সাবেক ছাত্র জাহাঙ্গীর আলমকে আটকের খবর ছড়ালেও পুলিশ তা স্বীকার করেনি। তবে ঘটনার পর থেকে আটক ৩৪ জনের মধ্যে এ মামলায় প্রথম ধাপে গ্রেফতার ১১ জনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার তাদের রিমান্ড শেষ হবে।

তবে ঘটনায় তেমন কোনো তথ্যই প্রকাশ করছেন না মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। ফলে কোনো ভাবেই ধোঁয়াশা কাটছে না।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দুপুরে নগরীর চৌদ্দপাই বিহাস এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ড. শফিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় এ পর্যন্ত সন্দেহভাজন অর্ধশত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বেশ কয়েক জনকে ছেড়ে দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

রাবির শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করছেন নয়া কমিশনার

আপডেট টাইম : ০৩:৩৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪

রাবি : যোগদানের প্রথম দিনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নয়া কমিশনার মো. শামসুদ্দিন।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন, আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী, উপকমিশনার (পূর্ব) এ কে এম নাহিদুল ইসলাম, শিক্ষক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রমুখ।

নতুন পুলিশ কমিশনার ঘটনাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও মোটিভ উদ্ধারের আশ্বাস দেন তিনি।

এর আগে পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সকালে আরএমপি সদরে এসে যোগদান করেন কমিশনার মো. শামসুদ্দিন। এসময় সদ্য বদলি সাবেক কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন।

এ ঘটনায় গত মঙ্গলবার ওই শিক্ষকের বাসাথেকে উদ্ধার ছাত্রীর প্রেমিক ও একই বিভাগের সাবেক ছাত্র জাহাঙ্গীর আলমকে আটকের খবর ছড়ালেও পুলিশ তা স্বীকার করেনি। তবে ঘটনার পর থেকে আটক ৩৪ জনের মধ্যে এ মামলায় প্রথম ধাপে গ্রেফতার ১১ জনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার তাদের রিমান্ড শেষ হবে।

তবে ঘটনায় তেমন কোনো তথ্যই প্রকাশ করছেন না মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। ফলে কোনো ভাবেই ধোঁয়াশা কাটছে না।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দুপুরে নগরীর চৌদ্দপাই বিহাস এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ড. শফিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় এ পর্যন্ত সন্দেহভাজন অর্ধশত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বেশ কয়েক জনকে ছেড়ে দেয়া হয়েছে।