পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত-সভাপতি আসাদ-সম্পাদক আখতার Logo আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু Logo সেনাসদস্য পরিবারের উপর হামলায় আহত ৫, সাংবাদিককে প্রাণনাশের হুমকি Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল।

অভ্যুত্থানের জবাব না পেয়ে উত্তপ্ত সংসদ

ঢাকা : সামরিক অভ্যুত্থান সম্পর্কিত এক প্রশ্নের যথাযথ জবাব না পাওয়ায় উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ।

বুধবার সংসদে এ সম্পর্কিত এক প্রশ্ন উত্থাপন করেন সরকারদলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন। তার প্রশ্নের যথাযথ উত্তর না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, ১৯৭৫ থেকে ’৮১ সালের মধ্যে ১৯ থেকে ২১টি অভ্যুত্থান হয়েছে। মন্ত্রীর জবাবে সঠিক তথ্যটি আসেনি। তাই সন্তুষ্ট হতে পারলাম না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে আ খ ম জাহাঙ্গীর এসব কথা বলেন।

সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে আজ জবাব দেন ওবায়দুল কাদের।

১৯৭৫ থেকে ১৯৮১ সালের মধ্যে সামরিক বাহিনীতে কতটি অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান এবং এসব অভ্যুত্থানে কতজন সামরিক কর্মকর্তা ও সদস্য প্রাণ হারিয়েছেন, তা জানতে চান।

জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ থেকে ৮১ সালের মধ্যে সশস্ত্রবাহিনীতে কিছু ক্যু, অভ্যুত্থান ও বিদ্রোহ হয়েছে। অনেক দিন আগের এসব ঘটনার তথ্য সংগ্রহ করা সময় সাপেক্ষ ব্যাপার।

নৌ ও বিমানবাহিনীতে কোনো অভ্যুত্থান হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর নৌবাহিনীতে এবং ১৯৭৭ সালের ২ অক্টোবর বিমান বাহিনীতে স্থানীয় বিদ্রোহ হয়েছিল।

এরপর সম্পূরক প্রশ্নে খ ম জাহাঙ্গীর বলেন, জিয়াউর রহমানের আমলে ক্যান্টনমেন্ট ও কারা অভ্যন্তরে সামরিক বাহিনীর হাজার হাজার সদস্য নিহত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মন্ত্রীর জবাবে এ তথ্যটি আসেনি।

খ ম জাহাঙ্গীর মন্ত্রীর কাছে জানতে চান, কত দিনের মধ্যে প্রশ্নের জবাব সংসদকে জানাতে পারবেন?

জবাবে মন্ত্রী বলেন, ‘সংসদ সদস্যের বক্তব্য যৌক্তিক। তবে ওই সময় কোনো গণতান্ত্রিক সরকার, সংসদ ও জবাবদিহি ছিল না। যে কারণে ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান দেয়া সম্ভব নয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত-সভাপতি আসাদ-সম্পাদক আখতার

অভ্যুত্থানের জবাব না পেয়ে উত্তপ্ত সংসদ

আপডেট টাইম : ০২:৪৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০১৪

ঢাকা : সামরিক অভ্যুত্থান সম্পর্কিত এক প্রশ্নের যথাযথ জবাব না পাওয়ায় উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ।

বুধবার সংসদে এ সম্পর্কিত এক প্রশ্ন উত্থাপন করেন সরকারদলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন। তার প্রশ্নের যথাযথ উত্তর না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, ১৯৭৫ থেকে ’৮১ সালের মধ্যে ১৯ থেকে ২১টি অভ্যুত্থান হয়েছে। মন্ত্রীর জবাবে সঠিক তথ্যটি আসেনি। তাই সন্তুষ্ট হতে পারলাম না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে আ খ ম জাহাঙ্গীর এসব কথা বলেন।

সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে আজ জবাব দেন ওবায়দুল কাদের।

১৯৭৫ থেকে ১৯৮১ সালের মধ্যে সামরিক বাহিনীতে কতটি অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান এবং এসব অভ্যুত্থানে কতজন সামরিক কর্মকর্তা ও সদস্য প্রাণ হারিয়েছেন, তা জানতে চান।

জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ থেকে ৮১ সালের মধ্যে সশস্ত্রবাহিনীতে কিছু ক্যু, অভ্যুত্থান ও বিদ্রোহ হয়েছে। অনেক দিন আগের এসব ঘটনার তথ্য সংগ্রহ করা সময় সাপেক্ষ ব্যাপার।

নৌ ও বিমানবাহিনীতে কোনো অভ্যুত্থান হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর নৌবাহিনীতে এবং ১৯৭৭ সালের ২ অক্টোবর বিমান বাহিনীতে স্থানীয় বিদ্রোহ হয়েছিল।

এরপর সম্পূরক প্রশ্নে খ ম জাহাঙ্গীর বলেন, জিয়াউর রহমানের আমলে ক্যান্টনমেন্ট ও কারা অভ্যন্তরে সামরিক বাহিনীর হাজার হাজার সদস্য নিহত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মন্ত্রীর জবাবে এ তথ্যটি আসেনি।

খ ম জাহাঙ্গীর মন্ত্রীর কাছে জানতে চান, কত দিনের মধ্যে প্রশ্নের জবাব সংসদকে জানাতে পারবেন?

জবাবে মন্ত্রী বলেন, ‘সংসদ সদস্যের বক্তব্য যৌক্তিক। তবে ওই সময় কোনো গণতান্ত্রিক সরকার, সংসদ ও জবাবদিহি ছিল না। যে কারণে ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান দেয়া সম্ভব নয়।