
ঢাকা : রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর এলাকা থেকে তিনটি পিস্তল, গুলি এবং ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-৩।
সোমবার এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে দু’টি বিদেশি এবং ১টি দেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড গুলি, ১০০ পিচ ইয়াবা, স্বর্ণের চেইন ও আংটি, মোবাইল সেট ও সিম উদ্ধার করা হয়েছে।
তারা ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলেও জানান তিনি।