অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুমিল্লায় মহাসড়কে বিআরটিএ’র অভিযান, ৮ যানবাহনে মামলা Logo ঢাকা-৩০০ ফিট সড়কে বিআরটিএ’র বিশেষ অভিযান Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো

সৌদিতে বাংলাদেশের নারীরা ঘণ্টা চুক্তিতে যা করছেন

আরব নিউজ রোববার একজন বাংলাদেশী আইন বিশেষজ্ঞের জীবন সংগ্রামের এবং ৪০ বাংলাদেশী নারীর এক কৌতূহলী কাহিনী ছাপা হয়েছে। এই নারীরা সবাই কাজ করছেন ঘণ্টা চুক্তিতে। বাসাবাড়িতে মাসিক চুক্তিতে কাজের বেতন অল্প, খাটুনি বেশি। তারপর নানা গঞ্জনা। তাই তার এভাবে কাজ করে আয় করছেন তারা।

আর এই সুযোগ করে দিয়েছেন বাংলাদেশী আইনবিদ মাহবুব। তিনি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কাজের বুয়া সরবরাহকারী ফার্ম খুলেছেন। তার এই নেটওয়ার্কে বর্তমানে ৪০ জন বাংলাদেশী বুয়া রয়েছেন। মাসে তাদের উপার্জন ২০ লাখ ৬৫ হাজার টাকার বেশি। মজার বিষয় হলো, এই ৪০ বাংলাদেশী নারী গৃহকর্মী হিসেবে চুক্তির আওতায় এসেছিলেন। কিন্তু তারা সবাই নিজেদের বৈধ কর্মক্ষেত্র থেকে নানা কারণে পালিয়েছেন।

গতকাল জেদ্দা ডেটলাইনে ‘পলাতক গৃহকর্মীরা আকর্ষণীয় ব্যবসায়’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব জুড়ে গৃহকর্মীদের তীব্র সঙ্কট চলছে। বিশেষ করে পলাতকদের সংখ্যা বেড়েই চলছে। ইদানীং আরও একটি বিরাট পরিবর্তন ঘটেছে। সে কারণেই এই ব্যবসা জমে উঠতে পেরেছে। পুরো বিষয়টি ‘ব্ল্যাক মার্কেটে’ ঘটেছে। কিন্তু পুলিশ ধাওয়া করছে না এখনও।

আরব নিউজ বলেছে, সৌদি পরিবারগুলোর মধ্যে একটি পরিবর্তন এসেছে। তারা আর আগের মতো গৃহকর্মী পালিয়ে গেলেই পুলিশে নালিশ করে না। এমনকি কারও পালিয়ে যাওয়া দেখে তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। পলায়নকে স্বাগত জানান। তবে অনেক পরিবার অবশ্য এ জন্য কর্তৃপক্ষকে দায়ী করেন। তাদের ভাষায়, এ রকম পলায়নের খবরকে পুলিশ আর পাত্তা দেয় না। তারা কাউকে খুঁজে বের করতে আর কোন চেষ্টাই করে না।

বাংলাদেশী মাহবুব বলেন, আমি একজন আইনবিদ তবে সৌদিতে ট্যাক্সি চালাই। আমার গাড়িতে অনেক সৌদি মহিলা চলাচল করেন। তারা আমার কাছে গৃহকর্মী চান। এ অবস্থায় আমি সিদ্ধান্ত নেই যে, আমি তো অনেক বাংলাদেশী মেয়েকে চিনি-জানি। তখনই পরিকল্পনা করি যে, ঘণ্টার ভিত্তিতে বুয়া সাপ্লাই দেবো।

বুয়ারা দারুণ খুশি। কারণ কোন বাড়িতে মাসভর থাকলে বেতন মেলে ১৫০০ রিয়াল (প্রায় ৩১ হাজার টাকা)। অথচ ঘণ্টা হিসেবে কাজ করলে মাসে তাদের আয় আসে আড়াই হাজার রিয়াল। বাংলাদেশী টাকায় সাড়ে ৫১ হাজার টাকার বেশি। আমি তাদেরকে সরবরাহের বিনিময়ে একটি কমিশন লাভ করে থাকি।

Tag :

কুমিল্লায় মহাসড়কে বিআরটিএ’র অভিযান, ৮ যানবাহনে মামলা

সৌদিতে বাংলাদেশের নারীরা ঘণ্টা চুক্তিতে যা করছেন

আপডেট টাইম : ০৬:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০১৪

আরব নিউজ রোববার একজন বাংলাদেশী আইন বিশেষজ্ঞের জীবন সংগ্রামের এবং ৪০ বাংলাদেশী নারীর এক কৌতূহলী কাহিনী ছাপা হয়েছে। এই নারীরা সবাই কাজ করছেন ঘণ্টা চুক্তিতে। বাসাবাড়িতে মাসিক চুক্তিতে কাজের বেতন অল্প, খাটুনি বেশি। তারপর নানা গঞ্জনা। তাই তার এভাবে কাজ করে আয় করছেন তারা।

আর এই সুযোগ করে দিয়েছেন বাংলাদেশী আইনবিদ মাহবুব। তিনি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কাজের বুয়া সরবরাহকারী ফার্ম খুলেছেন। তার এই নেটওয়ার্কে বর্তমানে ৪০ জন বাংলাদেশী বুয়া রয়েছেন। মাসে তাদের উপার্জন ২০ লাখ ৬৫ হাজার টাকার বেশি। মজার বিষয় হলো, এই ৪০ বাংলাদেশী নারী গৃহকর্মী হিসেবে চুক্তির আওতায় এসেছিলেন। কিন্তু তারা সবাই নিজেদের বৈধ কর্মক্ষেত্র থেকে নানা কারণে পালিয়েছেন।

গতকাল জেদ্দা ডেটলাইনে ‘পলাতক গৃহকর্মীরা আকর্ষণীয় ব্যবসায়’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব জুড়ে গৃহকর্মীদের তীব্র সঙ্কট চলছে। বিশেষ করে পলাতকদের সংখ্যা বেড়েই চলছে। ইদানীং আরও একটি বিরাট পরিবর্তন ঘটেছে। সে কারণেই এই ব্যবসা জমে উঠতে পেরেছে। পুরো বিষয়টি ‘ব্ল্যাক মার্কেটে’ ঘটেছে। কিন্তু পুলিশ ধাওয়া করছে না এখনও।

আরব নিউজ বলেছে, সৌদি পরিবারগুলোর মধ্যে একটি পরিবর্তন এসেছে। তারা আর আগের মতো গৃহকর্মী পালিয়ে গেলেই পুলিশে নালিশ করে না। এমনকি কারও পালিয়ে যাওয়া দেখে তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। পলায়নকে স্বাগত জানান। তবে অনেক পরিবার অবশ্য এ জন্য কর্তৃপক্ষকে দায়ী করেন। তাদের ভাষায়, এ রকম পলায়নের খবরকে পুলিশ আর পাত্তা দেয় না। তারা কাউকে খুঁজে বের করতে আর কোন চেষ্টাই করে না।

বাংলাদেশী মাহবুব বলেন, আমি একজন আইনবিদ তবে সৌদিতে ট্যাক্সি চালাই। আমার গাড়িতে অনেক সৌদি মহিলা চলাচল করেন। তারা আমার কাছে গৃহকর্মী চান। এ অবস্থায় আমি সিদ্ধান্ত নেই যে, আমি তো অনেক বাংলাদেশী মেয়েকে চিনি-জানি। তখনই পরিকল্পনা করি যে, ঘণ্টার ভিত্তিতে বুয়া সাপ্লাই দেবো।

বুয়ারা দারুণ খুশি। কারণ কোন বাড়িতে মাসভর থাকলে বেতন মেলে ১৫০০ রিয়াল (প্রায় ৩১ হাজার টাকা)। অথচ ঘণ্টা হিসেবে কাজ করলে মাসে তাদের আয় আসে আড়াই হাজার রিয়াল। বাংলাদেশী টাকায় সাড়ে ৫১ হাজার টাকার বেশি। আমি তাদেরকে সরবরাহের বিনিময়ে একটি কমিশন লাভ করে থাকি।