ঢাকা : চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য শেষ দিনে স্বাগতিক বাংলাদেশের প্রয়োজন নয় উইকেট।
টেস্টের শেষ দিনে জিম্বাবুয়ের নয়টি উইকেট তুলে নিতে পারলেই টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে বাংলাদেশ।
সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ইতোমধ্যেই ২-০ তে এগিয়ে আছে মুশফিক বাহিনী।
চট্টগ্রাম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে দল। ফলে প্রথম ইনিংসে ১২৯ রানের লিড পায় মুশফিকরা। এরপর টপ অর্ডার ব্যটসম্যান মমিনুল হকের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩১৯ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে জয়ের জন্য সফরকারীদের সামনে টার্গেট দাড়ায় ৪৪৯ রান।
বিশাল এই টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৭১ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে সফরকারী জিম্বাবুয়ে দল। চট্টগ্রাম টেস্ট জিততে হলে শেষ দিনে জিম্বাবুয়ে দলকে করতে হবে আরও ৩৭৮ রান।
যা প্রায় অসম্ভবের কাছাকাছি। কারণ এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে শেষ দিনে এতো রান টার্গেট করে জেতার নজির নেই কোনো দলের।
শনিবার আগের দিনের সংগ্রহ বিনা উইকেটে ২৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এরপর মমিনুল হকের দুর্দান্ত এক সেঞ্চুরি ও তামিম ইকবালের হাফসেঞ্চুরিতে পাঁচ উইকেটে ৩১৯ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে মমিনুল হক ১৮৯ বল মোকাবিলা করে ১৩টি চারের সাহায্যে ১৩১ রান করে অপরাজিত থাকেন। ওপেনার তামিম ইকবাল ১৪২ বল খেলে ৪টি চারের সাহায্যে ৬৫ রান করেছেন।
এছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম মাত্র ৩০ বলে ৪৬ এবং মাহমুদুল্লাহ ২৮ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জিম্বাবুয়ের পক্ষে পানিয়াঙ্গারা ও এম’শাঙ্গওয়ে দুটি করে উইকেট তুলে নেন।
চতুর্থ দিনের শেষ সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে দল। সফরকারীদের শুরুতেই ধাক্কা দেন স্বাগতিক পেসার রুবেল হোসেন। দলীয় মাত্র ৪ রানে ওপেনার ব্রায়ান চাড়িকে সাজঘরে ফেরান রুবেল। এরপর অবশ্য দিনের বাকি সময়ে আর উইকেট হারাতে হয়নি জিম্বাবুয়ের। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন সিকান্দার রাজা ও হ্যামিল্টন মাসাকাদজা।
ওপেনার সিকান্দার রাজা শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ৪৩ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৩ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছেন।
তার সাথে ২৬ রানে ক্রিজে আছেন হ্যামিল্টন মাসাকাদজা।