বাংলার খবর২৪.কম, ঢাকা : যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি এখন মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। তাদের বিভিন্ন সম্মেলন ও হরতালের ঘোষণা মিডিয়ায় প্রচার হলেই তা বাস্তবায়িত হয়ে যায়।
বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে বিএনপির কোনো জনসমর্থন নেই। কোনো জনসমর্থন না থাকা সত্ত্বেও আপনারা (সাংবাদিক) তাদের আন্দোলন, হরতালের ঘোষণা মিডিয়াতে প্রচার করছেন।
শহরের সকল বিলবোর্ড গুলো আওয়ামী লীগের দখলে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুবলীগ চেয়ারম্যান বলেন, আমরা পোস্টার-দেয়াল লিখন থেকে বেরিয়ে এসেছি। জনদুর্ভোগ বাড়বে বলে আমরা র্যালী করছি না। আর বিল বোর্ডে যা প্রচারিত হচ্ছে তা সত্য নাকি মিথ্যা। তা যাচাই করুন। ১৬ তারিখের পর কোনো বিল বোর্ড থাকবে না।
অপর প্রশ্নের জবাবে সাংবাদিকদের চার্জ করে তিনি বলেন, আপনারা বিএনপির সহিংস, মিথ্যা আন্দোলন লাইভ প্রচার করতে পারেন। আর আমাদের সত্য ঘটনাগুলো প্রচার করতে দোষ কোথায়?
আগামীকাল যুবলীগের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৫ লক্ষাধিক যুব সদস্য উপস্থিত থাকবে বলে জানান তিনি।