বাংলার খবর২৪.কম,খুলনা : ‘সাংবাদিকতায় নীতি নৈতিকতাঃ প্রসঙ্গ শিশু ’ শীর্ষক দিনব্যাপী মতবিনিময় সভা বৃহস্পতিবার খুলনার সিটি ইন হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় ড. মিজানুর রহমান বলেন, শিশুদের নিয়ে রিপোর্টিং করার ক্ষেত্রে সাংবাদিকদের অবশ্যই আচরণবিধি এবং নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।কোন প্রকার বৈষম্য না করে প্রতিটি শিশুর নিরাপত্তা ও মর্যাদার ব্যাপারে আরও যত্নশীল হবে হবে।
সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন সুপারিশের ভিত্তিতে তিনি আরও বলেন, শিশুর সম্মান সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মানবাধিকার কমিশন সজাগ দৃষ্টি রাখবে। এমনভাবে আচরণবিধি তৈরি করতে হবে যাতে শিশুদের জন্য নীতি নৈতিকতা মেনে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন ।
‘সাংবাদিকতায় নীতি নৈতিকতাঃ প্রসঙ্গ শিশু ’ শীর্ষক মতবিনিময় সভা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০১৪
- ১৭৪৫ বার