বাংলার খবর২৪.কম, বগুড়া : বগুড়া শহরে বিশেষ অভিযান চালিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি ও জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারিসহ ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতভর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে শহরের জামিলনগরসহ বিভিন্ন এলাকায় শিবির নিয়ন্ত্রিত ছাত্রাবাসে অভিযান চালিয়ে মোট ২০ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল আলিম, প্রশিক্ষণ সম্পাদক সোলায়মান আলী, জেলা উত্তর শাখার প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক এনামুল হক, এইচআরডি সম্পাদক দলিলুর রহমান, শিবির নেতা শাহীন আলম, শিবির কর্মী ইব্রাহীম, শাহাদত হোসেন, জিন্নাহ, মাহবুব, রানা ও শান্ত। বাকিদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
ছাত্রশিবির বগুড়া জেলা দক্ষিণ শাখার সভাপতি সাইয়্যেদুল আলম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বিপুল সংখ্যক পুলিশ শহরের জামিলনগরে প্রবেশ করে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর বিভিন্ন ছাত্রাবাসে হানা দিয়ে শিবিরের নেতাকর্মীদের আটকের পাশাপাশি মালামাল তছনছ করে এবং বেশ কিছু নগদ টাকা নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়জুর রহমান ২০জনকে আটকের কথা স্বীকার করলেও গুলি বর্ষণের কথা অস্বীকার করেন।
উল্লেখ্য, হরতালে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় বুধবার রাতে ৯০ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ এই অভিযান চালায়।