বাংলার খবর২৪.কম : ঝিনাইদহে গৌরপদ নামে এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় আরিফ হোসেন(২৫) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্লী চিকিৎসক গৌরপদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৭টার দিকে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, সদর উপজেলা শহরের আরপপুরের হানিফ হোসেনের ছেলে আরিফ পাইলস রোগে আক্রান্ত হয়। সে চিকিৎসার জন্য পল্লী চিকিৎসক গৌরপদের স্মরণাপন্ন হয়। তিনি যুবক আরিফকে কিছু ওষুধ খেতে দিলে সে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে নিজ বাড়িতে গিয়ে সে মারা যান। এতে নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ঝিনাইদহ সদর থানার এএসআই ফরহাদ জানান, ঝিনাইদহ শহরের হামদহ গোরস্থানের পারে ৪র্থতলা ভবনের দ্বিতীয় তলায় পল্লী চিকিৎসক গৌরপদের চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে সকালে এ ঘটনা ঘটে। তবে অন্য একটি সূত্র বলছে আরিফ হোসেন দীর্ঘদিন পাইলস রোগে ভুগছিলেন। বর্তমানে যা ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকতে পারে। এ অবস্থায় সে পল্লী চিকিৎসক গৌরপদের চিকিৎসা নিচ্ছিলেন। আজ সকালে ওষুধ খাওয়ার পর বাড়িতে গিয়ে মারা যায়।