বাংলার খবর২৪.কম ডেস্ক : ব্রিটিশ সরকারের গাজা নীতির সঙ্গে দ্বিমত পোষণ করে পদত্যাগ করেছেন ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের সিনিয়র মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি। মঙ্গলবার সকালে পদত্যাগের ঘোষণা দিয়ে কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান সাঈদা ওয়ার্সি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে তিনি টুইটার বার্তায় জানান। গাজায় নির্মম হত্যাযজ্ঞে ব্রিটিশ সরকারের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এর ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে ব্রিটেনের সুনামের উপর দীর্ঘমেয়াদি ক্ষতিকারক প্রভাব পড়বে। ওয়ার্সি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ইসরাইলকে ব্রিটেনের সমর্থন ব্রিটেনে উগ্রপন্থা উস্কে দিতে পারে। ওয়ার্সি গাজায় ইসরাইল ও ফিলিস্তিন যুদ্ধের উপর টুইটারে মন্তব্য করে আসছেন যা ৩৫ হাজারেরও বেশী মানুষ অনুসরণ করছেন। ২০১০ সালে ডেভিড ক্যামেরন সরকারের প্রথম নারী মুসলিম মন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি। টুইটার বার্তায় তিনি লিখেন, “গভীর অনুতাপের সঙ্গে আজ সকালে আমি প্রধানমন্ত্রীকে লিখেছি এবং আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি গাজা বিষয়ে সরকারের নীতির প্রতি আর সমর্থন জানাতে পারছি না। গাজার সমস্যা সমাধানে ওয়ার্সি আরও আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এর আগেও তিনি টুইটারে লিখেছিলেন “নিরপরাধ নাগরিকদের হত্যা করা অবশ্যই বন্ধ করতে হবে। ওয়ার্সি পাকিস্তানি বংশোদ্ভূত।
শিরোনাম :
গাজা ইস্যুতে ব্রিটিশ নীতির সঙ্গে দ্বিমত : সিনিয়র মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০১৪
- ১৬৪০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ