বাংলার খবর২৪.কম : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে শীর্ষ দুই মাদক ব্যবসায়ী শীষ মোহাম্মদ শিশু (৩০) ও জাহাঙ্গীর আলমকে (৩৮) আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ উপজেলার শাহাব্দিপুর গ্রামের ‘জানা ইন্টারন্যাশনাল’ ইট ভাটা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক শীষ মোহাম্মদ শিশু গোদাগাড়ী পৌর এলাকার গড়ের মাঠ (সিএ্যান্ড) গ্রামের ইসরাইল ড্যাঙ্গার ছেলে। এছাড়া জাহাঙ্গীর আলম মাদারীপুর ডিমভাঙ্গা গ্রামের বাসিন্দা ও গোদাগাড়ী পৌর সভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নওসাদ জামাতির ছেলে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানা পুলিশের তালিকায় শীষ মোহাম্মদ ওরফে শিশু এক নম্বর ও জাহাঙ্গীর আলম দুই নম্বর মাদক ব্যবসায়ী। বর্তমানে তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পলিথিন প্যাকেটে মোড়ানো ২শ’ গ্রাম (চার প্যাকেট) হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
এদিকে পুলিশের অপর একটি সূত্র জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীরা গোদাগাড়ী উপজেলাসহ রাজশাহী শহর ও রাজধানী ঢাকায় বাড়িসহ বিপুল সম্পদের মালিক। তারা দীর্ঘদিন ধরে হেরোইন, ফেনসিডিল, ইয়াবা, দেশি-বিদেশি মদসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া ভারতের শীর্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে।
মাদক ব্যবসা নির্বিঘœ করতে তারা গোদাগাড়ী উপজেলাসহ উত্তরবঙ্গে শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তুলেছেন। বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় তারা সুকৌশলে এ ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানায় ওই সুত্রটি।