অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

কুমিল্লার রসমালাইয়ে বরযাত্রীদের মুগ্ধ করতে চায় কনেপক্ষ

বাংলার খবর২৪.কম10346535_10204949027788353_8056476303482343543_n10351074_937730592923524_515585777729488785_n : নতুন সাজে সেজেছে কুমিল্লার মীরাখলা গ্রাম। গ্রামের প্রায় প্রতিটি ঘর মেরামত, পরিষ্কার ও সড়ক মেরামতের কাজ চলছে পুরোদমে। এতো সব আয়োজনের কারণ, শুক্রবার এ গ্রামেই বররূপে আসছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আর এ বিয়ে দেখার জন্য আশপাশের গ্রামের বাসিন্দারা মুখিয়ে আছেন।
আর বরযাত্রীদের আতিথেয়তা দিয়ে প্রস্তুত কনেপক্ষ। আতিথেয়তায় কোন রকম ঘাটতি রাখতে চায় না কনের আত্মীয়স্বজনরা। কনেপক্ষের শতাধিক নারী-পুরুষ একই পোশাকে বরণ করবে বরযাত্রীদের। বিয়ে উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। কনের বাড়ির আশপাশের এলাকায় থাকবে অতিরিক্ত পুলিশ প্রহরা। এছাড়া থাকবে সাদা পোশাকে পুলিশের টহল। আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্র দেখিয়ে প্রবেশ করতে হবে বিয়ের অনুষ্ঠানে।
জানা গেছে, প্রায় রেলমন্ত্রী মো. মুজিবুল হক ৫০০ জন বরযাত্রী নিয়ে ঢাকার সরকারি মিনিষ্টার্স অ্যাপান্টমেন্ট থেকে কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখলা গ্রামে যাবেন। সেখানে বিয়ে সম্পন্ন হবে। সব মিলিয়ে প্রায় ২ হাজার অতিথি থাকবেন বিয়ের অনুষ্ঠানে। এরই মধ্যে অতিথিদের খাবারের জন্য বাবুর্চি নেয়া হয়েছে ঢাকা থেকে। বিয়ের অনুষ্ঠানের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি থাকবে চাইনিজ খাবার। এছাড়া বরযাত্রীদের মুগ্ধ করতে কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাইয়ের পাশাপাশি বিশেষভাবে তৈরি মিষ্টি রাখা হচ্ছে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ওই দিন রাত ৮টার মধ্যেই নববধূ নিয়ে রাজধানীর বেলীরোডস্থ সরকারি মিনিষ্টার্স অ্যাপান্টমেন্টর ৩৯/এ বাসার দ্বিতীয় তলায় উঠবেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। এর পর মন্ত্রীর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসুয়ারা গ্রামে বৌ-ভাতের অনুষ্ঠান হবে ৬ ডিসেম্বর। আর দ্বিতীয় বৌ-ভাত অনুষ্ঠানটি হবে ১৪ নভেম্বর, জাতীয় সংসদ ভবন চত্ত্বরের ২ নম্বর এলডি হলে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

কুমিল্লার রসমালাইয়ে বরযাত্রীদের মুগ্ধ করতে চায় কনেপক্ষ

আপডেট টাইম : ০৩:২৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম10346535_10204949027788353_8056476303482343543_n10351074_937730592923524_515585777729488785_n : নতুন সাজে সেজেছে কুমিল্লার মীরাখলা গ্রাম। গ্রামের প্রায় প্রতিটি ঘর মেরামত, পরিষ্কার ও সড়ক মেরামতের কাজ চলছে পুরোদমে। এতো সব আয়োজনের কারণ, শুক্রবার এ গ্রামেই বররূপে আসছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আর এ বিয়ে দেখার জন্য আশপাশের গ্রামের বাসিন্দারা মুখিয়ে আছেন।
আর বরযাত্রীদের আতিথেয়তা দিয়ে প্রস্তুত কনেপক্ষ। আতিথেয়তায় কোন রকম ঘাটতি রাখতে চায় না কনের আত্মীয়স্বজনরা। কনেপক্ষের শতাধিক নারী-পুরুষ একই পোশাকে বরণ করবে বরযাত্রীদের। বিয়ে উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। কনের বাড়ির আশপাশের এলাকায় থাকবে অতিরিক্ত পুলিশ প্রহরা। এছাড়া থাকবে সাদা পোশাকে পুলিশের টহল। আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্র দেখিয়ে প্রবেশ করতে হবে বিয়ের অনুষ্ঠানে।
জানা গেছে, প্রায় রেলমন্ত্রী মো. মুজিবুল হক ৫০০ জন বরযাত্রী নিয়ে ঢাকার সরকারি মিনিষ্টার্স অ্যাপান্টমেন্ট থেকে কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখলা গ্রামে যাবেন। সেখানে বিয়ে সম্পন্ন হবে। সব মিলিয়ে প্রায় ২ হাজার অতিথি থাকবেন বিয়ের অনুষ্ঠানে। এরই মধ্যে অতিথিদের খাবারের জন্য বাবুর্চি নেয়া হয়েছে ঢাকা থেকে। বিয়ের অনুষ্ঠানের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি থাকবে চাইনিজ খাবার। এছাড়া বরযাত্রীদের মুগ্ধ করতে কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাইয়ের পাশাপাশি বিশেষভাবে তৈরি মিষ্টি রাখা হচ্ছে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ওই দিন রাত ৮টার মধ্যেই নববধূ নিয়ে রাজধানীর বেলীরোডস্থ সরকারি মিনিষ্টার্স অ্যাপান্টমেন্টর ৩৯/এ বাসার দ্বিতীয় তলায় উঠবেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। এর পর মন্ত্রীর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসুয়ারা গ্রামে বৌ-ভাতের অনুষ্ঠান হবে ৬ ডিসেম্বর। আর দ্বিতীয় বৌ-ভাত অনুষ্ঠানটি হবে ১৪ নভেম্বর, জাতীয় সংসদ ভবন চত্ত্বরের ২ নম্বর এলডি হলে।