প্রতিনিধি,মির্জাপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার শহিদুল ইসলাম সরকার (৩৫) এবং নওগাঁ সদরের হালঘোষপাড়া এলাকার বাসিন্দা ও বাংলাদেশ বিমানের কর্মকর্তা প্রকৌশলী রুস্তম আলীর স্ত্রী ফেরদৌস জেসমিন ইতি (৪৫)।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- প্রকৌশলী রুস্তম আলী (৫৫), তার দুই পুত্র সাদনান (১৭) ও রাফছান (১২), ভাগ্নি তাসনিম নাবিলা (২০)। আহত সবার অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার প্রকৌশলী রুস্তম আলী নওগাঁ থেকে পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো-গ-২৫-২৮৮১) ঢাকার উদ্দেশে রওনা হন। বিকাল ৩টার দিকে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে চালকসহ ছয়জন আহত হন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের মির্জাপুরের হাটুভাঙ্গা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর বিকাল চারটার দিকে মির্জাপুর থানা পুলিশ রেকার দিয়ে ট্রাক ও প্রাইভেটকারটি রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল পুনরায় শুরু হয়।