
ফারুক আহম্মেদ সুজন : সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদারে দেশের বিভিন্ন এলাকার সড়ক-মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
আজ বৃহস্পতিবার (৩-৪-২৫ইং) ঈদ পরবর্তী যাত্রা নিশ্চিত করনে ঢাকা ৩০০ ফিট সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিআরটিএ আদালত – ৯ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার ও আদালত-২ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে এ অভিযান করা হয়। এ সময় যাত্রী সাধারনের অতিরিক্ত ভাড়া সংক্রান্ত যে কোনো অভিযোগে তাৎক্ষণিক বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানার ব্যবস্থা করা হয় ।
আদালত – ৯ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার জানান, সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃঙ্খলা জোরদার, অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পিড নিয়ন্ত্রণে বিআরটিএ চেয়ারম্যান স্যার এর নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় আরোও উপস্থিত ছিলেন বিআরটিএ সহকারী পরিচালক মোবারক হোসেন,পুলিশের টিআই ৩০০ ফিট কাওসার,মোটরযান পরিদর্শক মো: নজরুল ইসলাম, রনজিৎ হালদার সহ প্রমুখ।