
নিজস্ব সংবাদদাতা
মেধাবী শিহাব আহমেদ শত বাধা পেরিয়ে সফল। দরিদ্যতার মাঝে নিজে উপার্জন ও অন্যের সহযোগিতায় লেখাপড়া করে সফল ব্যবসায়ী হয়ে তিনি পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, কারিগরি প্রশিক্ষণ ও অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। তার মাধ্যমে এলাকায় প্রায় ২০ হাজার পরিবারকে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা, এক হাজার অজুখানা, ১৫টি মসজিদ ও মাদ্রাসা স্থাপনসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করছেন।
তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। শিহাব হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে। ১৪ ভাইবোনের মধ্যে সপ্তম শিহাব। তার দুই বছর বয়সে মা মারা যান। বাবা আরেকটি বিয়ে করেন। শিশুকালে মা মারা যাওয়ায় নানি ও অন্য আত্মীয়রা তাকে লালন পালন করেন। এরপর সবজি বিক্রি, ট্রাকের হেলপারল (সহকারী) ও রিকশা চালিয়ে লেখাপড়া করে ২০১৪ সালে বড়খাতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) পান।
এ সময় স্থানীয় বিত্তবানেরা তাকে লেখাপড়ার সহযোগিতা করেন। তাদের সহযোগিতায় ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে তুরস্কে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পান। তুরস্কের কোজায়েলী শহরের গেবজে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়াশোনা করছেন। সেখানে তিনি লেখাপড়ার পাশাপাশি নির্মাণ শ্রমিকের কাজ, হোটেলের ডিশ ওয়াশার, জুতা পালিশসহ হকারি কাজ করতেন। পড়াশুনার পাশাপাশি বাড়তি আয়ে পাল্টে যায় তার জীবন।
লেখাপড়ার পাশাপাশি নিজেকে একজন উদ্যোক্তা করে গড়ে তুলতে শিহাব ২০১৮ সালে তুরস্কে মোবাইল ফোন একসেসরিস ব্যবসা শুরু করেন। বর্তমানে তুরস্ক, দুবাই, আফ্রিকা এবং বাংলাদেশে তার ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তুরস্কের দ্য অটোম্যান গ্রুপ অফ কম্পানির আওতায় রিয়াল এস্টেট, কনস্ট্রাকশন, ট্যুরিজম ও রেস্টুরেন্ট ব্যবসা।
দুবাইয়ে শিহাব গ্রুপ অফ কোম্পানির আওতায় প্রাইভেট গাড়ির শোরুম, প্রাইভেট গাড়ি ভাড়া দেওয়া এবং ইমপোর্ট ও এক্সপোর্ট ব্যবসা রয়েছে এবং আফ্রিকায় রয়েছে একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এন্ড কনস্ট্রাকশন ছাড়াও বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।